এম মেহেদী সানি, অশোকনগর, আপনজন: সমাজসেবার স্বীকৃতি হিসেবে ‘ম্যাজিক বুক অফ রেকর্ড’ সংস্থার সাথে যুক্ত ম্যাজিক এন্ড আর্ট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সাম্মানিক ডক্টরেট উপাধি পেলেন বিশিষ্ট সমাজসেবী সহিদুল হক মন্ডল ৷সামাজিক ক্ষেত্রে সেবা কর্মসূচির জন্য যুব দিবসে সর্বভারতীয় ওই প্রতিষ্ঠান সহিদুলকে সম্মানিত করে ৷ করোনা কালীন সময়ে বিপুল সংখ্যক মানুষকে সহায়তা প্রদানের পাশাপাশি সাম্প্রতিক সময়ে ডেঙ্গু মোকাবিলায় ১০ হাজার মশারি বিতরণ, ১০ হাজার কম্বল বিতরণ, বিদ্যালয় পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করা, শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ থেকে শুরু করে পরিবেশ স্বাস্থ্য এবং শিক্ষাক্ষেত্রে বিভিন্নভাবে সেবামূলক কর্মসূচির সঙ্গে সহিদুল হক মন্ডল দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন বলে জানা গিয়েছে ৷
চলতি বছরে দেশব্যাপী এক কোটি ফলের গাছ বসানো সংকল্প গ্রহণ করেছেন তিনি, ইতিমধ্যেই সেই কর্মসূচির সূচনা হয়েছে বলে জানান তিনি ৷ পারিবারিক অনুপ্রেরণায় মানুষের পাশে থাকা বা সমাজের কল্যানে কাজ করতে প্রতিনিয়ত প্রভাবিত হন । সহিদুলের বাবা ছিলেন কৃষক, ছোটবেলার কথা তুলে ধরে সহিদুল বলেন, দারিদ্রতার জন্য তিন বছর বয়স থেকে সহিদুল অশোকনগর এলাকায় মামার বাড়িতেই বড়ো হন। বর্তমানে তিনি এলাকার বিশিষ্ট সমাজসেবী হিসেবেই পরিচিত ৷ প্রতিষ্ঠিত করেছেন ‘এম এন্ড বি সেবা ফাউন্ডেশন’ যে সংস্থার মধ্যে দিয়ে তিনি প্রতিনিয়ত সমাজসেবা করে চলেছেন ৷ সহিদুল হক মন্ডলের কথায় ‘এই সম্মানিক ডক্টরেট উপাধি আগামী দিন আমাকে আরো অনুপ্রেরণা যোগাবে বিভিন্ন সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করতে ৷ মানুষের পাশে থাকতে চাই, সমাজের জন্য কাজ করতে চাই এটাই আমার লক্ষ্য ৷, বিগত দিনের সর্বভারতীয় ওই সংস্থা এপিজে আবদুল কালাম, অমিতাভ বচ্চন, শচীন টেন্ডুলকারদের মতো বিশিষ্ট ব্যক্তিবর্গদের সাম্মানিক ডক্টরেট উপাধিতে সম্মানিত করেছেন ৷ এবার সেই তালিকায় জায়গা করে নিলেন উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরের বিশিষ্ট সমাজসেবী সহিদুল হক মন্ডল ৷ এই অসামান্য স্বীকৃতির জন্য শনিবার সহিদুল কে সংবর্ধিত করে কো-অপারেটিভ সোসাইটি ডিএলটির পক্ষ থেকে সম্পাদক পিন্টু মন্ডল সহ অন্যান্য সদস্যরা ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct