নকিব উদ্দিন গাজী, সাগর, আপনজন: মকর সংক্রান্তির পূন্য স্নানের আগে গঙ্গাসাগরের পূণ্য ভূমিতে শনিবার দুপুর পর্যন্ত ৪৫ লক্ষ পুণ্যার্থী পুণ্য স্নান সেরেছেন। রবিবার রাত ১২ টা ১৩ মিনিট থেকে পুণ্য স্নানের সময়সূচী স্নান চলবে সোমবার রাত ১২ টা ১৩ মিনিট পর্যন্ত। শনিবার প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানানো হয়। পাশাপাশি গঙ্গাসাগর মেলা কে পুণ্যার্থীদের কাছে সহজ ও সুগম করে তুলতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে একাধিক ব্যবস্থা।মুড়ি গঙ্গা নদীতে পুণ্যার্থীদের পারাপারের জন্য ২২ টি জেটি ব্যবহার করা হচ্ছে এর পাশাপাশি তীর্থযাত্রীদের চলাচলের জন্য ২৫০০ বাস ৬ টি বার্জ ৩৮ টি ভেসেল ও ১০০ টি লঞ্চের ব্যবস্থা রয়েছে। ঘন কুয়াশার কারণে নিরাপদে পারাপারের জন্য কুয়াশাভেদী আলোর ব্যবস্থা রাখা হয়েছে। অত্যাধুনিক জিপিএস প্রযুক্তির মাধ্যমে ওকে টিম উপগ্রহের সাহায্যে অত্যন্ত প্রয়োজন গঙ্গাসাগর মেলাতে বাস লঞ্চ সিস্টেমের আওতায় আনা হয়েছে। তীর্থযাত্রীদের স্বাচ্ছন্দের জন্য অধিক সংখ্যায় উন্নততর যাত্রী নিবাসের বন্দোবস্ত করা হয়েছে। মেলার সুরক্ষার স্বার্থে ১৪ হাজারের বেশি পুলিশ, ৪৩ টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে ১৮ টি এন্টিক্রাইম পেট্রোলিং টিম ও ১৮ টি ফুট পেট্রোলিং টিম সহ একাধিক টিম কাজ করছে মেলা গ্রাউন্ডে। ভিড় নিয়ন্ত্রণে করা হয়েছে ৫৪৮ টি ড্রপ গেট। ২৪০০ জন সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক ও অসামরিক প্রতিরক্ষা দপ্তরের জল প্রহরী পুণ্যার্থী দের নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে। ২০২৪ সালের গঙ্গাসাগর মেলাতে রেকর্ড পরিমাণে পূর্ণর্থীর সমাগম হতে পারে এমনটাই অনুমান করছে জেলা প্রশাসন। মেলাতে অপরাধমূলক কর্মকান্ডে শনিবার পর্যন্ত ১৮০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর পাশাপাশি গত দু’দিনে মোট ৫ জন পুণ্যার্থীর বিভিন্ন শারীরিক অসুস্থতার কারনে এয়ার লিফটে করে কলকাতায় পাঠানো হয়েছে।গঙ্গাসাগর মেলা নজরদারিতে রয়েছেন রাজ্যের একাধিক মন্ত্রী।মেলা প্রাঙ্গণে রয়েছেন মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, স্নেহাশীষ চক্রবর্তী, পার্থ ভৌমিক, বঙ্কিমচন্দ্র হাজরা, সুজিত বোস, ইন্দ্রনীল সেন ও জেলা প্রশাসনের আধিকারিকরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct