উজান ভাটা
অশোক কুমার হালদার
উজান ভাটার নদীর মতো ছুটছে এ-জীবন
কখনও আলোকিত, উজ্জ্বল দীপ্তিমান
আবার কখনও জীবনের গতি হয় ম্লান।
ছুটে চলা জীবনে সৌভাগ্য ও র্দুভাগ্য রয়
কখনও, কথন বাচন বাক্য দ্বারা ব্যক্ত হয়
ভাটার টানে সেই মানুষের বাক্য অব্যক্ত রয়।
উজান ভাটার জীবন নির্মল শোভামান
উজান শৃঙ্গার রসে উজ্জীবিত হয় প্রাণ
কিন্তু তবুও এ জীবনে ভাটা আসে,
মানুষের জীবন হয়ে যায় ম্রিয়মান।
উজান ভাটার নদীর মতো ছুটছে এ-জীবন
কখনও আলোকিত, উজ্জ্বল দীপ্তিমান
আবার কখনও জীবনের গতি হয় ম্লান।
উজানে উচ্ছ্বাস থাকে, স্রোতের বিপরীতে যায়
তবুও জীবনে ভাটা এসে উল্টো হয়ে যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct