আপনজন ডেস্ক: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার শনিবার জোর দিয়ে বলেছেন, তার সরকার রাজ্যে ১০ লক্ষ সরকারি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যকে কেবল অর্জনই নয় বরং “অতিক্রম” করার জন্য উন্মুখ।নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগপত্র বিতরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নীতীশ কুমার বলেন, তার সরকার রাজ্যের সমস্ত জেলা সদরে ৯৬,৮২৩ জন নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষককে নিয়োগপত্র দিয়েছে। এখানে গান্ধি ময়দানে মোট ২৬,৯৩৫ জন নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষক তাদের নিয়োগপত্র পাচ্ছেন। আমরা এখনও পর্যন্ত রাজ্যে ৩.৬৩ লক্ষ মানুষকে সরকারি চাকরি দিয়েছি। আমরা শীঘ্রই রাজ্যের যুবকদের ১০ লক্ষ সরকারি চাকরি দেওয়ার লক্ষ্য মাত্রা অর্জন করব।
তিনি আরও বলেন, আমি এটা খুব স্পষ্ট করে বলতে চাই যে আমরা কেবল লক্ষ্য অর্জন করব না বরং এটি অতিক্রম করব ... রাজ্য সরকার সেই লক্ষ্যেই কাজ করছে। পাশাপাশি রাজ্যের যুবকদের জন্য পাঁচ লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হয়েছে এবং প্রায় ৩.৬৮ লক্ষ চুক্তিভিত্তিক শিক্ষক শিগগিরই যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি কর্মচারীর মর্যাদা পাবেন। ২০২২ সালের আগস্টে বিহারে মহাজোট সরকার গঠনের পরে, কুমার ঘোষণা করেছিলেন, তার সরকার কমপক্ষে ১০ লক্ষ সরকারি চাকরি তৈরি করবে এবং বিভিন্ন ক্ষেত্রে অতিরিক্ত ১০ লক্ষ “কর্মসংস্থানের সুযোগ” তৈরি করবে। তিনি আরও বলেন, ‘আমরা গত ৭০ দিনে দুই লাখের বেশি নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষককে নিয়োগপত্র বিতরণ করেছি।নতুন নিয়োগ প্রাপ্ত ২ লক্ষেরও বেশি শিক্ষকের মধ্যে ৮৫ শতাংশ বিহারের এবং বাকি ১৫ শতাংশ রাজস্থান, হরিয়ানা, পশ্চিমবঙ্গ, কেরালা, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, ওড়িশা ও চণ্ডীগড়ের। বিহারের লোকেরা অন্যান্য রাজ্যেও নিয়োগ পান বলেও জানান নীতীশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct