আপনজন ডেস্ক: কোভিড-১৯ মহামারির পর এবারই প্রথম পর্যটকদের প্রবেশের অনুমতি দিল উত্তর কোরিয়া। রাশিয়ার প্রাদেশিক কর্তৃপক্ষ ও একটি ট্যুর গাইডের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এ তথ্য পাওয়া গেছে।উত্তর কোরিয়ার সীমান্তবর্তী রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলীয় অঞ্চল প্রিমর্স্কি ক্রাইয়ের গভর্নর গত ডিসেম্বরে আলোচনার জন্য পিয়ংইয়ং সফর করেছিলেন। তখনই এই ভ্রমণের সূচি জানিয়ে বিজ্ঞাপন দিয়েছিল ভ্লাদিভোস্টক-ভিত্তিক একটি ভ্রমণ এজেন্সি। রুশ আঞ্চলিক সরকার এ সপ্তাহে টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এ কথা বলেছে।ভ্রমণসূচি অনুসারে, চার দিনের সফরটি শুরু হবে ৯ ফেব্রুয়ারি। পিয়ংইয়ংয়ে বিরতির সঙ্গে এই ভ্রমণে একটি স্কি রিসোর্টও অন্তর্ভুক্ত থাকবে। বেইজিংভিত্তিক কোরিও ট্যুরসের মহাব্যবস্থাপক সাইমন ককেরেল রয়টার্সকে বলেন, উত্তর কোরিয়ায় তার অংশীদাররা নিশ্চিত করেছে যে, বিশেষ পরিস্থিতিতে রুশ পর্যটকেরা এই সফরে যাচ্ছে। তিনি বলেন, এটা অবশ্যই একটি ভালো ইঙ্গিত। এর মাধ্যমে উত্তর কোরিয়ার দ্বার উন্মুক্ত হওয়ার ক্ষেত্র তৈরি হচ্ছে। যেখানে চার বছরের বেশি সময় কোনো পর্যটক প্রবেশ করেনি সেখানে এমন উদ্যোগ অবশ্যই ইতিবাচক। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সেপ্টেম্বরে পূর্ব রাশিয়ায় এক বৈঠকে মিলিত হন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct