আপনজন ডেস্ক: ইয়েমেনে হামলার প্রতিক্রিয়া জানিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে সংঘাত এড়িয়ে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে মুসলিম প্রভাবশালী রাষ্ট্র সৌদি আরব। বৃহস্পতিবার দেশ দুটির সম্মিলিত বিমান হামলার পর প্রতিক্রিয়া ব্যক্ত করে এ আহ্বান জানানো হয়। শুক্রবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য প্রকাশ করেছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।সাম্প্রতিক মাসগুলোতে ইয়েমেনের হুথিদের সঙ্গে শান্তি আলোচনায় নিযুক্ত রয়েছে সৌদি আরব। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘গভীর উদ্বেগের সঙ্গে’ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তারা। মন্ত্রণালয়টি আরও জানিয়েছে, ‘লোহিত সাগর অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্ব দিচ্ছে সৌদি আরব। কেননা, এই সমুদ্রপথে নৌচলাচলের স্বাধীনতা একটি আন্তর্জাতিক দাবি।’পশ্চিমা-সমর্থিত এবং সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে প্রায় এক দশকের যুদ্ধের পর ইয়েমেনের বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণ এখন হুথিদের হাতে। এই প্রতিরোধ গোষ্ঠীটি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের শক্তিশালী সমর্থক হিসেবে আবির্ভূত হয়েছে।হুথিরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোকে আক্রমণ করছে। তাদের দাবি, এসব জাহাজ ইসরায়েল সংশ্লিষ্ট বা ইসরায়েলের বন্দরের দিকে যাচ্ছে।হুথিদের প্রধান আলোচক মোহাম্মদ আবদুলসালাম বৃহস্পতিবার বলেছেন, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে গোষ্ঠীটির হামলা সৌদি আরবের সঙ্গে শান্তি আলোচনাকে হুমকির মুখে ফেলেব না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct