আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: শান্তিনিকেতন সংলগ্ন গোয়ালপাড়ায় বোলপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডে কোপাই নদীর অংশ দখল করে তৈরি হচ্ছে একের পর এক অবৈধ নির্মাণ। পাঁচিল অথবা পিলার দিয়ে জায়গা ঘিরে তৈরি হচ্ছে নির্মাণ কার্য। কিন্তু কার মদতে নদীর চর দখল করে বেআইনি নির্মাণ।এই নিয়েই শুরু হয়েছে চাপানউতোর। প্রশাসনিক উদাসীনতাকেই দায়ী করছেন স্থানীয় গ্রামবাসীরা।নদীর চর দখল করে নির্মাণের প্রবণতা বেড়েই চলেছে কোপাই সংলগ্ন জায়গা গুলিতে। নদীর চর দখল করে নির্মাণ চলছে বলে অভিযোগ তুলেছেন দূর দূরান্তের পর্যটক থেকে শুরু করে বাসিন্দারা। কিন্তু এবার প্রশাসন থেকে শুরু করে সকলেই নড়ে চড়ে বসেছেন। দূষণ এবং অবৈধ দখলের হাত থেকে নদ-নদী, খাল-বিল বা জলাশয় রক্ষায় বিভিন্ন সময় নানান পদক্ষেপের কথা এসেছে। কিন্তু বাস্তবায়ন কতটা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন থাকছেই। প্রশাসনের উদাসীনতা এবং রাজনৈতিকভাবে সদিচ্ছার অভাবেই অবৈধ নির্মাণ বড় আকার নিচ্ছে বলে অভিযোগ বোলপুর পুরসভার শহরবাসীর একাংশের। যদিও জেলা প্রশাসনের দাবি, সম্প্রতি কোপাই নদীর পাড়ে একটি বেসরকারি সংস্থার অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়েছে। ভবিষ্যতেও যদি এ ধরনের অভিযোগ এলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct