এম মেহেদী সানি, মছলন্দপুর, আপনজন: স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে প্রতি বছর ১২ জানুয়ারি দেশ জুড়ে জাতীয় যুব দিবস পালিত হয় । এই দিনটিতে মহামনিষীর ভাবনাকে অনুসরণ করে উত্তর ২৪ পরগণার মসলন্দপুর বিবেকানন্দ ক্রীড়া চক্রের উদ্যোগে অনুষ্ঠিত হলো ম্যারাথন দৌড় এবং হাঁটা প্রতিযোগিতা ৷ শুক্রবার সকালে বিবেকানন্দ ক্রীড়া চক্রের নবম বর্ষের ওই অনুষ্ঠান ঘিরে এলাকার মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো ৷ এ দিনের প্রতিযোগিতায় জেলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এদিন বহু প্রতিযোগী প্রতিযোগীনী অংশগ্রহণ করে ৷ বিবেকানন্দ ক্রীড়া চক্রের সভাপতি চিন্ময় মজুমদার ও সম্পাদক অমিত চক্রবর্তীরা জানান ম্যারাথন দৌড়ে সর্বসাধারণ বিভাগে প্রায় ২০০ প্রতিযোগি প্রতিযোগিনীর মধ্যে মহিলা এবং পুরুষ দুটি বিভাগে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী সহ প্রথম ২০ জনকে শংসাপত্র, মোমেন্টো, নগদ পুরস্কার, পুষ্পস্তবক দিয়ে পুরষ্কৃত করা হয় ৷ চল্লিশ উর্ধ্বেদের নিয়ে হাটা প্রতিযোগিতায় প্রথম পাঁচজনকে পুরষ্কৃত করা হয় ৷ সব মিলে পুরস্কার মূল্য ছিল ৭০ হাজার টাকা৷ উপস্থিত ছিলেন জেলা পরিষদদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ অজিত কুমার সাহা, প্রাক্তন প্রধান তাপস কুমার ঘোষ, প্রধান কল্পনা বসু, ওসি বিপ্লব সরকার প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct