নিজস্ব প্রতিবেদক, হিঙ্গলগঞ্জ, আপনজন: সুন্দরবনের রায়মঙ্গল ৩০০ ফুট নদী বাঁধ ভাঙলো, বিস্তীর্ণ গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা। এক কিলোমিটার পাকা ইটের রাস্তা নদী গর্বে চলে গেছে। উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেব খালি গ্রাম পঞ্চায়েতের রামাপুরে তিন নদীর মোহনায় রায়মঙ্গল নদীর বাঁধ ভাঙল প্রায় ৩০০ ফুট, শুক্রবার ভোরবেলা নদীর বাঁধ ভাঙ্গায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে মাধবকাঠি, কাঁঠাল বেরিয়া, রমাপুরসহ একাধিক গ্রামের মানুষ। শেষ দপ্তরকে খবর দেওয়া হয়েছে ঘটনাস্থলে সেচ দপ্তরে আধিকারিকরা যাচ্ছেন। এ স্থানীয় পঞ্চায়েতে পক্ষ থেকে করার চেষ্টা চলছে ত্রিপল মাটির বস্তা বাস পাইলিং দিয়ে প্রথম পর্যায়ে কাজ করার জন্য শীতকালে বাঁধ ভাঙ্গায় রীতিমতো আতঙ্কিত মৎস্যজীবী থেকে শুরু করে কৃষকরা।তাদের দাবি শীতকালে বাঁধ ভাঙ্গা খুব কমই দেখেছেন কি করে ভাঙলো বুঝতে পারছি না একদিকে নদীর জলস্তর বেড়ে গিয়ে না দীর্ঘদিন বাদ সংরক্ষণ না হওয়ার ফলে দুর্বল বাঁধ হয় ভেঙে গেল এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রমাপুর গ্রামে। পাশাপাশি নদীর পাশ দিয়ে প্রায় এক কিলোমিটার ইটের রাস্তা নদী গর্ভে চলে যাচ্ছে যার কারণে যাতায়াত থেকে শুরু করে গ্রামবাসীদের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হতে পারে। প্রশাসনের কর্তা ব্যক্তিরা ঘটনাস্থলে পৌঁছেছেন। সেচ দপ্তরের আধিকারিকরা গোটা বিষয়টি খতিয়ে দেখছেন ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct