আপনজন ডেস্ক: পৌরসভায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার সাত সকালে রাজ্যের দমকল মন্ত্রী তথা বিধাননগরের বিধায়ক সুজিত বোসের বাড়িতে ইডি হানা। শুক্রবার ভোর ছটা নাগাদ সুজিত বোস ও বরানগরের বিধায়ক তাপস রায় এবং উত্তর দমদম পৌরসভার প্রাক্তন পৌর প্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতে কড়া নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে ফেলে সিআইএসএফের সশস্ত্র জওয়ানরা। তারপরেই শুরু হয় ইডি আধিকারিকদের তল্লাশি অভিযান এবং জিজ্ঞাসাবাদের পালা। স্থানীয় থানা থেকে পুলিশ কর্মীরা সংশ্লিষ্ট স্থানে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে। সূত্রের খবর, ইডি আধিকারিকরা প্রথমে বসুর বাসভবনে ঢোকার সময় বাধার সম্মুখীন হন এবং প্রায় ৪০ মিনিট পরে তাঁদের ভিতরে ঢুকতে দেওয়া হয়। অবাঞ্ছিত কোন ঘটনা যাতে না ঘটে তার জন্য কলকাতা পুলিশ সতর্ক থাকে। একইসঙ্গে সতর্ক থাকে বিধান নগর ও ব্যারাকপুর কমিশনারেটও। সন্দেশখালির মত যাতে কোন ঘটনা না ঘটে তার জন্য বাইরে থেকে নজরদারি জোরদার করা হয়। এদিন কেন্দ্রীয় বাহিনীকে হেলমেট, স্বয়ংক্রিয় বন্দুকের মতো অতিরিক্ত সুরক্ষা সরঞ্জাম দিয়ে সজ্জিত থাকতে দেখা গেছে। পশ্চিমবঙ্গে পৌর নিয়োগে অনিয়মে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন দলীয় নেতার বাড়িতে সমন্বিত তল্লাশির নিন্দা জানিয়ে তৃণমূল কংগ্রেস একে ‘প্রতিহিংসার রাজনীতি এবং লোকসভা নির্বাচনের আগে কাহিনী তৈরি করার জন্য বিজেপির মরিয়া কৌশল’ বলে অভিহিত করেছে। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, বিভিন্ন জ্বলন্ত ইস্যু থেকে জনসাধারণ ও মিডিয়ার মনোযোগ ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। বিজেপি ক্রমবর্ধমান জনঅসন্তোষ উপলব্ধি করছে বলে মনে হচ্ছে, এবং তারা আখ্যানটি পরিবর্তন করার জন্য তাদের হাতে থাকা সমস্ত উপায় ব্যবহার করছে। এটা প্রতিহিংসার রাজনীতির সুস্পষ্ট উদাহরণ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct