আপনজন ডেস্ক: উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালিতে হিংসায় তিন ইডি অফিসার আহত হওয়ার এক সপ্তাহ পরে, পশ্চিমবঙ্গ পুলিশ তাদের প্রথম গ্রেপ্তার করেছে।গত ৫ জানুয়ারি রেশন কেলেঙ্কারির অভিযোগে তৃণমূল কংগ্রেস নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি অভিযান চালানোর সময় কেন্দ্রীয় এজেন্সির কর্মকর্তা, সিআরপিএফ জওয়ান এবং মিডিয়া কর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মেহেবুর মোল্লা ও সুকমল সর্দার নামে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে ন্যাজাট থানার পুলিশ। পুলিশ সুত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছে, শাহজাহান শেখের বাড়ি সরবেড়িয়া-আগারহাটি গ্রাম পঞ্চায়েত এলাকার একটি স্থানীয় মৎস্য ভেড়িতে লুকিয়ে ছিলেন দুই সন্দেহভাজন।পুলিশ জানিয়েছে, সহিংসতার দিন থেকে পাওয়া ভিডিও ফুটেজ স্ক্যান করে দুই সন্দেহভাজনকে সনাক্ত করা হয়েছে। তবে মামলার প্রধান সন্দেহভাজন শাহজাহান শেখের এখনও কোনও সন্ধান মেলেনি। যদিও স্থানীয় সন্দেশখালির বিধায়ক জানিয়েছিলেন, আইনজীবীর মাধ্যমে খুব শীঘ্রই শেখ শাহজাহান আদালতে হাজির হবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct