আপনজন ডেস্ক: ভারতের উইকেটক্ষর-ব্যাটার দীনেশ কার্তিক এখনো ক্রিকেট থেকে অবসর না নিলেও কোচিং ক্যারিয়ার শুরু করে দিয়েছেন। ইংল্যান্ডের ‘এ’ দল বা ইংল্যান্ড লায়ন্সের ব্যাটিং পরামর্শক হিসেবে দেখা যাবে তাঁকে। তবে দীর্ঘমেয়াদি নয়, স্বল্প সময়ের জন্য এই দায়িত্ব পালন করবেন কার্তিক।ভারতের হয়ে নিয়মিত মাঠে নামার সুযোগ হয় না কার্তিকের।এ জন্য বিভিন্ন সময় ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। এবার নতুন অধ্যায় শুরু কার্তিকের। চলতি মাসে ইংল্যান্ড লায়ন্স চার দিনের তিনটি ম্যাচ খেলতে ভারত সফর করবে। এই সফরে সফরকারীদের ব্যাটিং পরামর্শক হিসেবে দেখা যাবে কার্তিককে।জানা গেছে, মাত্র ৯ দিনের জন্য এই দায়িত্ব পালন করবেন কার্তিক। মূলত স্থানীয় কন্ডিশন নিয়ে ধারণা দেওয়ার পাশাপাশি ইংলিশদের ব্যাটিং নিয়ে কাজ করবেন এই ভারতীয় ক্রিকেটার।ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, ‘দীনেশ কার্তিককে আমাদের প্রস্তুতির সময় এবং প্রথম (চার দিনের) টেস্টে আমাদের সঙ্গে পাওয়া বেশ দুর্দান্ত ব্যাপার। আমরা নিশ্চিত ছেলেরা তার সঙ্গে সময় কাটাতে এবং ভারতে টেস্টে সফল হতে যা লাগবে, তার (কার্তিকের) অভিজ্ঞতা থেকে সেটা পেয়ে উপকৃত হবে।’মূলত লায়ন্সের ব্যাটিং পরামর্শক ইয়ান বেলের সাময়িক বিকল্প হিসেবেই কার্তিককে বেছে নিয়েছে ইসিবি। বেল আপাতত বিগ ব্যাশের দল মেলবোর্ন রেনেগেডসের সহকারী কোচের দায়িত্ব পালন করছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct