আপনজন ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশে ইকুয়েডরের একটি টেলিভিশন স্টুডিওতে লাইভ অনুষ্ঠানে ঢুকে পড়েছে একদল বন্দুকধারী। তারা সেখানে গুলি চালিয়েছে এবং অনুষ্ঠানের কর্মীদের হুমকিও দিয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছে।জানা গেছে, সোমবার দেশটির গুয়াইকিল শহরে টিসি নামের ওই টেলিভিশন স্টেশনে রুদ্ধশ্বাস এ ঘটনা ঘটে। এক দুর্ধর্ষ অপরাধী কারাগার থেকে পালিয়ে যাওয়ার পর ৬০ দিনের জরুরি অবস্থা জারির পরদিন এমন ঘটনা ঘটলো।সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীরা বন্দুক ও গ্রেনেড নিয়ে টেলিভিশন স্টেশনটির সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে ঢুকে পড়ে। অপরাধীদের সকলে হুড পরিহিত এবং হাতে ছিল বন্দুক। সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে তাদের দেখাও গেছে।হামলাকারীরা ওই অনুষ্ঠানের কর্মীদের মেঝেতে শুয়ে ও বসে পড়তে বাধ্য করে। সেখানে তারা গুলি চালায়। এ সময় এক নারীকে বলতে শোনা যায়, গুলি করবেন না, দয়া করে গুলি করবেন না। একপর্যায়ে সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে পড়ে। এর আধা ঘণ্টা পর পুলিশ সেখানে যায়। পুলিশ জানিয়েছে, টেলিভিশন স্টেশনটি থেকে কর্মীদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। সন্দেহভাজন কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।অপরদিকে একই দিন দেশটির বিভিন্ন শহরে বিস্ফোরণ ৭ জন পুলিশ সদস্যকে অপহরণ করে অপরাধী চক্রটি। একটি ভিডিওতে দেখা গেছে, অপহৃত এক পুলিশ সদস্যকে দিয়ে প্রেসিডেন্টের উদ্দেশে একটি লিখিত বক্তব্য পড়ানো হয় যাতে তাকে দিয়ে বলানো হয়, আপনি (প্রেসিডেন্ট) যুদ্ধ ঘোষণা করেছেন, আপনি যুদ্ধই পাবেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct