যুদ্ধে ভারতের কাছে হেরে যাবে পাকিস্তান। তবে পারমাণবিক অস্ত্রের অধিকারী দুই দেশের মধ্যে কোনও যুদ্ধের পরিণাম হবে ভয়াবহ। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আজ এ মন্তব্য করেছেন। এক সাক্ষাৎকারে ইমরান খান বলেছেন, ‘আমি নিশ্চিত, যখন পারমাণবিক শক্তিধর দুটি দেশের মধ্য যুদ্ধ শুরু হয়, তখন সেটা অবশ্যই পারমাণবিক যুদ্ধের দিকে গড়াবে। ঈশ্বর না করুক, যদি এমন কোনও যুদ্ধ হয়, আর আমরা হেরে যায় তাহলে আমরা শেষ পর্যন্ত লড়াই করব।’ পাক প্রধানমন্ত্রী আরও বলেন, 'যদি পাকিস্তানের সামনে আত্মসমর্পণ করতে হবে বা স্বাধীনতার জন্য আমৃত্যু লড়াই করতে হবে এমন পরিস্থিতি তৈরি হয়, তাহলে পাকিস্তান দ্বিতীয়টি বেছে নেবে। নিজের স্বাধীনতার জন্য আমৃত্যু লড়াই করত পাকিস্তান। আর যখন কোনও পারমাণবিক শক্তিধর দেশ মৃত্যুর আগে পর্যন্ত লড়াইয়ের পণ করে, তখন সেটার পরিণতি ভয়াবহ হয়।'ইমরান জানিয়েছেন, যুদ্ধ এড়ানোর জন্য পাকিস্তান জাতিসংঘের দিকে অগ্রসর হচ্ছে। বর্তমান কাশ্মীরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা সুরাহার জন্য পাকিস্তান আন্তর্জাতিক মহলের দিকে দৃষ্টি দিচ্ছে।