নুরুল ইসলাম খান, কলকাতা, আপনজন: বুধবার রবীন্দ্র সদনে সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলার উদ্বোধন করেন ঝড়েশ্বর চট্টোপাধ্যায় ও প্রসূন ভৌমিক। প্রথমেই বিশিষ্ট সঙ্গীত শিল্পী উস্তাদ রশিদ খানের স্মৃতিতে নীরবতা পালন করা হয়। এদিন বিবেকানন্দ ও সমকালীন ভারতবর্ষ ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর অনুদিত মহাভারত চিন্ময় বঙ্গ- ক্ষিতি মোহন সেন সহ বহু গ্ৰন্থ প্রকাশ পায়। মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, সাহিত্য উৎসব আগেও হয়েছে এখন হচ্ছে,মমতার উদ্যোগে এখন মেলার ব্যপতি হয়েছে। তিনি বলেন, ৩৬০ থেকে ৪৬০ টি স্টল হয়েছে এবারে।গত বছরে ৫৫০ কবির জায়গায় এবছরে ৮০০ কবির উপস্থিতি। এই সাহিত্য উৎসব উত্তরের হাওয়া নামে উত্তর বঙ্গ সহ বিভিন্ন জেলায় পালিত হচ্ছে। উচ্চ শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু বলেন, আমরা সাহিত্যে বিকেন্দ্রীকরণ চাই না। লিটল ম্যাগাজিন মেলা ও সাহিত্য উৎসবের আঁতুরঘর এই রবীন্দ্র সদনেই সাহিত্য জগত সমৃদ্ধ হবে। লিটল ম্যাগাজিন জগতের যোদ্ধাদের প্রশংসা করেন তিনি। বিশেষ করে লিটল ম্যাগের জগতের নিবেদিত প্রাণ সন্দীপ দত্তকেও প্রণাম জানিয়েছেন। কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেছেন, এই উৎসব থেকে সাময়িক পত্র পত্রিকার জগত থেকে একটি ঝড় উঠুক। লিটলম্যাগ একটি বিপ্লব বা প্রতিবাদের নাম বলে তিনি অভিমত দিয়েছেন। নবীন লেখকদের তরফে নতুন একটি দিগন্ত উন্মোচিত হওয়ার কথা বলেছেন। কবি সুবোধ সরকার তাঁর ভাষণে বলেন, মনন চিন্তন ও কল্পনা এটি মানুষের মস্তিষ্কের অনেক পরিশ্রমের ফল। সাহিত্য জগতে একটি বোমা পড়েছে। তিনি বলেন , আগামী ১০০ বছর পরেও এই মেলা হবে সমগ্র বাংলাজুড়ে। এবার বরেণ্য সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ১২৫তম জন্মবর্ষ উপলক্ষ্যে গগনেন্দ্র প্রদর্শশালায় প্রদর্শনীর উদ্বোধন হয়। চলবে প্রতিদিন দুপুর ২-৯ টা পর্যন্ত। সাহিত্য উৎসব ও লিটলম্যাগাজিন মেলা চলবে ১০-১৪ জানুয়ারি ।গল্প ও কবিতা পাঠ সহ বিভিন্ন সাংস্কৃতিক উৎসবে আলোচনা, প্রদর্শনী , গ্রন্থপ্রকাশ ও পুরস্কার প্রদান ছিল। আয়োজনে ছিল পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। বহু কবি লেখক ও সাহিত্যিকদের বিশেষ সম্মান প্রদান করা হয়। সভায় উপস্থিত ছিলেন আবুল বাসার, গিল্ডের ত্রিদিব চট্টোপাধ্যায়, সুধাংশু শেখর দে, প্রচেত গুপ্ত, কবি শ্রীজাত ও প্রসূন ভৌমিক প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct