জাকির সেখ, মুর্শিদাবাদ, আপনজন: আন নাদীল আদাবীল আরাবীর বাৎসরিক প্রতিযোগিতামূলক আরবী সাহিত্য অনুষ্ঠান সম্পন্ন হলো মুর্শিদাবাদ জেলার ঐতিহ্যবাহী বেলডাঙা সরুলিয়া মাদ্রাসায়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আসামের জালালিয়া মাদ্রাসার প্রাক্তন মুহাদ্দিস মাওলানা আনসার আলম কাসেমী। সভাপতিত্ব করেন জেলা জমিয়তে উলামার সভাপতি তথা মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা বদরুল আলম।এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার সেক্রেটারি রেজাউল করিম, বানি ইসরাইল, ফতেপুর কলেজের প্রফেসর নজরুল ইসলাম, মুফতি নূর আমিন, মুফতি জুলফিকার, মাওলানা মানোয়ার হোসেন, মুফতি মাসুদ, মুফতি শামীম প্রমুখ। এদিনের অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্ররা কবিতা আবৃত্তি, নাতে রাসুল, বক্তব্য ও তর্ক বিতর্ক সমস্ত কিছু আরবী ভাষাতেই উপস্থাপন করেন। মাওলানা বদরুল আলম বলেন মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আরবী ভাষাকে ভালবাসো। মহান আল্লাহর ঐশী গ্রন্থ পবিত্র কুরআন মাজিদ এই আরবী ভাষাতেই অবতীর্ণ হয়েছে। জান্নাতীদের ভাষাও হবে আরবী। ছাত্ররা যাতে পবিত্র কুরআন ও হাদীসের অসাধারণ ভাষাগত নৈপুণ্যের সাথে পরিচিতি লাভ করতে পারে। আরবী ভাষায় লিখিত গ্রন্থাদি পাঠ করে এর মর্ম উপলব্ধি করার দক্ষতা অর্জন করতে পারে এবং বিশুদ্ধভাবে আরবী ইবারত পাঠ করার দক্ষতা অর্জন করতে পারে সেজন্য আরবী সাহিত্য বিভাগ মাদ্রাসায় চালু করা হয়েছে। অনুষ্ঠান শেষে প্রতিটি বিভাগের প্রথম, দ্বীতিয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় মাদ্রাসার পক্ষ থেকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct