আপনজন: বনগাঁ সন্দেশখালি নিয়ে কেন্দ্রীয় সরকারের রিপোর্ট তলব করা প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন,কেন্দ্রীয় সরকার প্রায়শই এই ধরনের একাধিক রিপোর্ট চেয়ে পাঠায়। রাজ্য সরকার সেই মতো রিপোর্ট দিয়ে দেয়। রাজ্য সরকার কোন অন্যায় করে না অন্যায়কে প্রশ্রয় দেয় না। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট চাওয়া নিয়ে অত মাথাব্যথার কারণ নেই,সাফ জানালেন ফিরহাদ। বুধবার কলকাতায় একটি অনুষ্ঠানে হাজির হয়ে নানা প্রশ্নর উত্তর দেন মেয়র ফিরহাদ হাকিম।সেখ শাহজাহানের গ্রেপ্তার ও ইডি আধিকারিকদের ওপর আক্রমণ ।এরপর খোদ ডিজি পুলিশ বলা সত্ত্বেও কেন এখনো পর্যন্ত শেখ শাজাহান কে গ্রেপ্তার করা গেল না সে প্রশ্নের উত্তর এড়ালেন ফিরহাদ। এই ঘটনা সম্পর্কে এবং গ্রেপ্তারের বিষয় সম্পর্কে তার কোন আইডিয়া নেই বলেও এদিন জানান ফিরহাদ।রাজ্যপালকে এরাজ্যের বিভিন্ন ঘটনা নিয়ে মুখ খুলতেই হবে। এই প্রসঙ্গে ফিরহাদ বলেন,তার কারণ উনি উত্তরপ্রদেশ গুজরাট বা অন্য কোন রাজ্য নিয়ে কথা বলার সাহস দেখাতে পারবেন না। যদিও আমাদের সরকার কোন তদন্ত সংস্থার আধিকারিকদের ওপর কোন ধরনের আক্রমণ কে সমর্থন করেনা। কিন্তু এর থেকেও জঘন্য অপরাধ সংগঠিত হয়েছিল বিলকিস বানুকে ধর্ষণকরার মধ্য দিয়ে। এই জঘন্য অপরাধের সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে শাস্তি না দিয়ে যেভাবে নক্কার জনক ভাবে গুজরাট সরকার ছেড়ে দিয়েছিল তাকে আটকাতে অবশেষে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয়েছিল। এই ধরনের জঘন্য অপরাধ নিয়ে রাজ্যপাল বা কাউকে সেভাবে প্রতিবাদে সরব হতে দেখা যায়নি। একমাত্র এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সরব হয়েছিলেন। বিজেপিকে কটাক্ষ ফিরহাদের। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর প্রসঙ্গে প্রশ্ন করা হলে ফিরহাদ হাকিম বলেন,মুখ্যমন্ত্রী রাজ্যের প্রধান হিসাবে রাজ্যের যে কোন জেলায় যে কোন প্রান্তে উনি যেতে পারেন। প্রশাসনিক বৈঠক করতে পারেন। দলীয় সাংগঠনিক বৈঠক করতে পারেন। যদিও যে কোনো বিষয় নিয়ে পার্লামেন্টে সরব হওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে যাওয়ার প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের দলের সাংসদরা পার্লামেন্টে প্রতিবাদে সরব হওয়ার জন্য প্রস্তুত আছে। আমরা একত্রিতভাবে পার্লামেন্টে যে বিজেপিকে রুখবো-এই সামর্থ্য আমাদের আছে,,মত ফিরহাদের। উত্তরপ্রদেশে জঙ্গি গ্রেফতার প্রসঙ্গে মেয়রের মন্তব্য,উত্তরপ্রদেশে কি জঙ্গি ধরা পড়েছে সে সম্পর্কে আমার কিছুই জানা নেই। যদিও বিজেপি নেতৃত্বাধীন সরকারের অন্যতম লক্ষ্য হলো একটি সম্প্রদায়কে আক্রমণ করা ও তাদেরকে দোষী হিসেবে চিহ্নিত করা। সাম্প্রদায়িকতার তকমা টেনে ফের বিজেপিকে দাগেন ফিরহাদ হাকিম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct