সুব্রত রায়, কলকাতা, আপনজন: তৃণমূল কংগ্রেসের নয়া মুখপাত্রের তালিকা তৈরি হচ্ছে। দায়িত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সি। বুধবার কালীঘাটে পশ্চিম মেদিনীপুর জেলার সাংগঠনিক বৈঠকে এই নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে নেতৃবৃন্দের সোশ্যাল প্লাটফর্মে প্রচারে ঝড় তুলতে হবে। লোকসভা নির্বাচনের আগে কালীঘাটের বাড়িতে পশ্চিম মেদিনীপুর জেলা কে নিয়ে এই সাংগঠনিক বৈঠকে একাধিক নির্দেশ দেন নেত্রী। কি কি নির্দেশ দেন তিনি তা দেখে নেওয়া যাক..................(১) প্রকাশ্যে মুখ খুললে সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে দল। (২) দলের নির্দেশ না মানলে প্রয়োজনে দল থেকে বহিষ্কার করা হবে। (৩) দলের সবাই মুখপাত্র হবে না। (৪) সামাজিক মাধ্যমে একে অপরের বিরুদ্ধে কোন বিরূপ মন্তব্য করা যাবে না।(৫) নিজেদের মতো করে কোন হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা যাবে না। (৬) যা বক্তব্য রাখার তা দলের অভ্যন্তরে রাখতে হবে। সংবাদ মাধ্যমে তা বলা যাবে না। (৭) কারোর কোন ক্ষোভ বা অভিযোগ থাকলে তা রাজ্য সভাপতি সুব্রত বকশি অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা দলনেত্রীর দফতরে জানাতে হবে। বর্তমানে তৃণমূল মুখপাত্রদের যে ২৪ জনের নামের তালিকা রয়েছে তার মধ্যে অধিকাংশ সঠিকভাবে যুক্তিসহ ভালো বক্তব্য রাখতে পারেনা বলে দলের অন্দরে একাধিক অভিযোগ আছে। তাই দল নেত্রী নতুন তালিকা তৈরি করার নির্দেশ দিয়ে গত পহেলা জানুয়ারি থেকে যেভাবে বিভিন্ন ইস্যুতে বেশ কিছু নেতা লাগাম ছাড়া কথাবার্তা বলছিলেন তাতে দলনেত্রী রাস টানলেন বলে মনে করছে ওয়াকিবহল মহল। (৮) পশ্চিম মেদিনীপুরে গোষ্ঠী কোন্দল মেটাতে নির্দেশ। (৯) কেন্দ্র বিরোধিতায় বই প্রকাশের নির্দেশ ।(১০) কর্মীদের কাছে বই পৌঁছে দেওয়ার নির্দেশ। (১১) ঘরে বসে নেতাগিরি নয়, রাস্তায় নামার নির্দেশ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct