আপনজন ডেস্ক: নির্মাণের জন্য বিপুল পরিমাণ টাকার দাবি, এবার হাইকোর্টের নির্দেশ অমান্য কাঠগড়ায় মেটিয়াবুর্জের কাউন্সিলর। মেটিয়াবুর্জ বিধানসভার ১৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদা পারভীনেরে উপর গভীর অভিযোগ, নির্মাণের জন্য বিপুল পরিমাণ টাকার দাবি, সম্প্রতি মিডিয়ায় শিরোনাম হয়েছিল এই মামলা। বিষয়টি নিয়ে পুলিশ ও ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। কিন্তু এখন কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করা হচ্ছে। ক্ষুব্ধ বিএম একতা কনস্ট্রাকশনের প্রধান ও তৃণমূল কর্মী দিলওয়ার থান্ডার বলেন, কাউন্সিলর আইন, বিধি-নিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের মর্জির মালিক। নিজের স্বার্থসিদ্ধির জন্য দলেরও মানহানি করছেন। ভুক্তভোগীর অ্যাডভোকেট তাপস ডিন্ডা বলেন, হাইকোর্ট খনির কাজ অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছেন কিন্তু কাউন্সিলর তাতে কোনো কর্ণপাত করছেন না। অভিযোগ, মাটিয়াবুর্জ বিধানসভার ১৩৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ফরিদা পারভীন বিএম একতা কনস্ট্রাকশন লিমিটেড কোম্পানির প্রধান এবং তৃণমূল কর্মী দিলওয়ার থান্ডারের কাছ থেকে ৫ টি দোকান এবং ১ কোটি টাকা দাবি করেন। অভিযোগে বলা হয়, কাউন্সিলরকে অনেক টাকা দেওয়া হলেও তিনি এক কোটি টাকা চাইছেন। ব্যবসায়ী এই টাকা দিতে অস্বীকৃতি জানালে কাউন্সিলরের লোকজন তাকে চাপ দিতে থাকে বলে অভিযোগ। ওই নির্মাণ ব্যবসায়ী অভিযোগ করেন, ওই টাকা দিতে অস্বীকার করায় কাউন্সিলর অবশেষে মিথ্যা অভিযোগে জেসিপির মাধ্যমে জোরপূর্বক ওই ব্যবসায়ীর জায়গা খনন করছেন। ভুক্তভোগী বলেছেন যে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখেন যে তিনি ন্যায়বিচার পাবেন। এছাড়াও, সিআইডি তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct