আপনজন ডেস্ক: বিগ ব্যাশ লিগে ‘শান্তির প্রতীক’ পায়রা ও জলপাইগাছের একটি শাখা প্রদর্শন করেছেন উসমান খাজা। এর আগে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে নিজের জুতায় এমন প্রতীকসংবলিত স্টিকার নিয়ে নামতে চাইলেও আইসিসির বাধার মুখে শেষ পর্যন্ত সেটি করতে পারেননি অস্ট্রেলিয়ান এই ব্যাটসম্যান। গ্যাবায় পার্থ স্কর্চার্সের বিপক্ষে ম্যাচে আজ নিজের জুতা ও ব্যাটের পেছনের দিকে এই স্টিকার নিয়ে নামেন খাজা। যদিও স্টিকারসংবলিত ব্যাটটি ভেঙে যাওয়ায় নতুন ব্যাট নিতে হয় তাঁকে। তবে পরের ব্যাটটিতে অমন স্টিকার ছিল না। ব্যাটিংয়ের সময় সরাসরি ধারাভাষ্যকারদের সঙ্গে কথা বলতে থাকা খাজা জানান, অতিরিক্ত কোনো ব্যাটই এ ম্যাচের জন্য নিয়ে আসতে চাননি। তবে স্ত্রী র্যাচেল খাজার জোরাজুরিতেই আরেকটি ব্যাট সঙ্গে নেন। পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে থেকেই ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর নানা উপায় অবলম্বন এবং সেসব করতে গিয়ে আইসিসির বাধার মুখে পড়া খাজা আছেন আলোচনায়। পার্থে প্রথম টেস্টের আগে অনুশীলনে জুতায় ‘স্বাধীনতা একটি মানবাধিকার’ এবং ‘প্রতিটি জীবনের মূল্য সমান’—এমন স্লোগান লিখলেও শাস্তির মুখে পড়বেন বলে টেপ দিয়ে সেসব ঢেকে দিয়েছিলেন খাজা। তবে এরপর ম্যাচে কালো আর্মব্যান্ড পরে নেমেছিলেন। এ ক্ষেত্রে আইসিসির অনুমোদন নেওয়া হয়নি, যেটি নিয়মের লঙ্ঘন বলে তাঁকে ভর্ৎসনা করে আইসিসি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct