সুরজীৎ আদক, উলুবেড়িয়া, আপনজন: বুধবার উলুবেড়িয়া-১নং ব্লকের কিষাণ মান্ডিতে সরেজমিনে ধান কেনার কাজ খতিয়ে দেখলেন উলুবেড়িয়া-১নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এইচ এম রিয়াজুল হক।সরকারিভাবে কৃষকদের থেকে সরাসরি ধান কেনা শুরু করেছে রাজ্য সরকার।রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি হাওড়া জেলাতেও শুরু হয়েছে এই কাজ। কৃষকদের সুবিধার্থে চাষিদের কাছ থেকে সরাসরি ধান কিনে থাকে রাজ্য সরকার। এবার রাজ্যের খাদ্য দফতর সিদ্ধান্ত নিয়েছে অতিরিক্ত ধান কেনা হবে। মূলত রেশন ব্যবস্থাকে সচল রাখার জন্য খাদ্য দফতরের আধিকারিকরা বৈঠক করে অতিরিক্ত ধান কেনার সিদ্ধান্ত নিয়েছেন।এদিন উলুবেড়িয়ার কিষাণ মান্ডিতে ধান কেনার কাজ খতিয়ে দেখে বিডিও রিয়াজুল হক জানান,জমিতে পর্যাপ্ত পরিমাণে ধান না ফলায়অনেক সময়ে চাষীরা নিরুপায় হয়ে চাষের খরচ তোলার জন্য ফঁড়েদের কাছে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হন!বিডিওর আহ্বান চাষীদের পাশে রাজ্য সরকার আছে সর্বদাই।তাই আপনাদের জমির ধান আপনারা নিকটবর্তী সরকারি ধান কেন্দ্রে বিক্রি করুন।এদিন উলুবেড়িয়ার কিষাণ মান্ডিতে বিডিও ছাড়াও উপস্থিত ছিলেন খাদ্য ও সরবরাহ দপ্তরের আধিকারিক রবীন সামন্ত,উলুবেড়িয়া-১নংপঞ্চায়েত সমিতির তিন কর্মাধ্যক্ষ আজিজুল ইসলাম মোল্লা,সেখ মফিজুল,মুরাদ আলি প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct