আপনজন ডেস্ক: পিএসজি ছাড়ার পর ক্লাবটির প্রতি ‘সম্মান’ দেখাননি লিওনেল মেসি, এমন কথাই বলেছেন নাসের আল খেলাইফি। পিএসজি সভাপতি গতকাল ফরাসি রেডিও আরএমসির সঙ্গে আলাপচারিতায় আর্জেন্টাইন তারকাকে নিয়ে এমন নেতিবাচক মন্তব্য করেন।আমি তাকে (মেসি) অনেক সম্মান করি। কিন্তু কেউ যদি পিএসজি ছেড়ে যাওয়ার পর ক্লাবটি নিয়ে বাজে কথা বলে, তাহলে সেটি ভালো নয়। এটা সম্মান দেওয়া হলো না।
লিওনেল মেসি: বার্সেলোনা ছেড়ে ২০২১ সালে পিএসজিতে যোগ দেন মেসি। ফরাসি ক্লাবটিতে দুই মৌসুম কাটিয়ে ৭৫ ম্যাচে ৬৭ গোল করেন, দুবার জিতেছেন ফরাসি লিগও। কিন্তু যে লক্ষ্য নিয়ে মেসিকে এনেছিল পিএসজি, সেই আরাধ্য চ্যাম্পিয়নস লিগ জিততে পারেনি। ক্লাবটির সমর্থকেরা অনেকবারই মাঠে দুয়ো দিয়েছেন মেসিকে। আর্জেন্টাইন এই ফরোয়ার্ড নিজেও এর আগে ক্লাবটির হয়ে খেলার সময় নিজের অসন্তোষের কথা বলেছেন। গত বছর ক্লাব কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে সৌদি আরবে যাওয়ায় মেসিকে নিষিদ্ধও করেছিল পিএসজি। শেষ পর্যন্ত গত বছর জুলাইয়ে পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি।পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি আরএমসিকে বলেন, ‘আমরা তখনই কথা বলি, যখন সেখানে থাকি, চলে যাওয়ার পর কথা বলি না। আমি তাকে (মেসি) অনেক সম্মান করি। কিন্তু কেউ যদি পিএসজি ছেড়ে যাওয়ার পর ক্লাবটি নিয়ে বাজে কথা বলে, তাহলে সেটি ভালো নয়। এটা সম্মান দেওয়া হলো না। সে মানুষ হিসেবে খারাপ নয়, কিন্তু ব্যাপারটা আমার ভালো লাগেনি। আর এই কথাটা শুধু তার জন্য নয়, সবার জন্যই।’ খেলাইফি আরও বলেছেন, ‘আমি চাই, খেলোয়াড়েরা সেখানে (পিএসজি) থাকতে কথা বলুক, চলে যাওয়ার পর নয়। এটা আমাদের ধরন নয়।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct