আপনজন ডেস্ক: নতুন বছরের শুরুর দিনে জাপানে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ২০২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৫৬৫ জন। মঙ্গলবার জাপান সরকারের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।ইশিকাওয়া আঞ্চলিক সরকারের প্রকাশ করা উপাত্ত থেকে জানা যায়, আগের দিন ১২০ জন নিখোঁজ থাকার কথা বলা হলেও তা এখন ১০২ জনে নেমে এসেছে।গত ১ জানুয়ারি স্থানীয় সময় বিকাল ৪টা ১০ মিনিটের দিকে জাপানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল প্রত্যন্ত নোতো উপদ্বীপ। কিন্তু পরবর্তীতে ভারী বৃষ্টি ও তুষারপাতের কারণে উদ্ধারকাজে ব্যাপক বাধার মুখোমুখি হয়েছেন উদ্ধারকারীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct