আপনজন ডেস্ক: জোর ধাক্কা খেল উত্তরপ্রদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। যোগী আদিত্যনাথ সরকার মাদ্রাসা শিক্ষকদের সাম্মানিক ভাতা প্রদান বন্ধ করে দিয়েছে। অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টি সরকার এই সম্মানী প্রকল্পটি চালু করেছিল।যোগী সরকার এই সুবিধা বন্ধ করার ফলে প্রায় ২৫,০০০ মাদ্রাসা শিক্ষক বিপাকে পড়েছেন।২০১৬ সালে অখিলেশ সরকার মাদ্রাসায় বিজ্ঞান শিক্ষার উন্নতির লক্ষ্যে স্নাতক মাদ্রাসা শিক্ষকদের জন্য ৮,০০০ টাকা এবং স্নাতকোত্তর শিক্ষকদের জন্য ১৫,০০০ টাকা প্রদান শুরু করেছিল। তবে, যোগী সরকারের এই আর্থিক সহায়তা বন্ধ করা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সংখ্যালঘু কল্যাণ, মুসলিম ওয়াকফ এবং হজ প্রতিমন্ত্রী দানিশ আজাদ আনসারি মাদ্রাসার শিক্ষক এবং তাদের প্রতিনিধিদের সাথে বেশ কয়েকটি বৈঠক করেছেন। এই প্রচেষ্টা সত্ত্বেও, যোগী সরকার সম্মানী বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে,।যার ফলে ন্যায়বিচারের আশায় থাকা শিক্ষকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। উল্লেখ্য, প্রথমে কেন্দ্রীয় সরকার মাদ্রাসা আধুনিকীকরণ প্রকল্পে ‘৯৩-’৯৪এ হিন্দি, ইংরেজি, বিজ্ঞান, গণিত বিষয়ে মাদ্রাসা শিক্ষকদের ভাতা চালু করেছিল। এই প্রকল্পটি পরে “মাদ্রাসাগুলিতে মানসম্মত শিক্ষা প্রদানের জন্য স্কিম” হিসাবে বিকশিত হয়েছিল, যেখানে ২৫,০০০ শিক্ষক নিযুক্ত হয়েছিল। গ্র্যাজুয়েট শিক্ষকরা প্রতি মাসে ৬,০০০ টাকা এবং মাস্টার্স শিক্ষকরা ১২,০০০ টাকা পেতেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct