আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: নদিয়া জেলার নৃসিংহপুর বাস স্ট্যান্ড বদলে হবে আধুনিক টার্মিনাল। ফেরিঘাটের পাশের বাসস্ট্যান্ডকে অত্যাধুনিক বাস টার্মিনাল হিসেবে গড়ে তুলতে উদ্যোগী হল জেলা প্রশাসন। সৌন্দর্যায়নের পাশাপাশি টার্মিনালে তৈরি হবে মার্কেট কমপ্লেক্স। থাকবে বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশনও।গড়ে উঠবে সেলফি জোন। ইতিমধ্যেই জেলা প্রশাসনের কাছে বিস্তারিত প্রকল্পের তথ্য বা ডিপিআর চেয়ে পাঠিয়েছে রাজ্য।নৃসিংহপুর ফেরিঘাট দিয়ে প্রতিদিন কয়েক হাজার যাত্রী ওপারে পূর্ব বর্ধমানের কালনায় যাতায়াত করেন। ওই জেলার একাধিক প্রান্ত থেকেও নিত্যদিন বিভিন্ন কাজে নদীয়া জেলার বিভিন্ন এলাকায় আসেন সাধারণ মানুষ। ফলে দিনভর ফেরিঘাটে যাত্রীদের ভিড় লেগেই থাকে।ঘাটের পাশে পুরনো একটি বাসস্ট্যান্ড রয়েছে। কিন্তু সেখানে যাত্রী পরিষেবা কিংবা বাসচালকদের সুবিধার জন্য কোনও ব্যবস্থাই নেই।নেই শৌচালয় কিংবা পানীয় জলের ব্যবস্থাও।অথচ,এই বাসস্ট্যান্ড থেকেই রানাঘাট, কৃষ্ণনগর এবং দত্তপুলিয়া—এই তিনটি রুটে প্রতিদিন প্রায় পঞ্চাশটিরও বেশি বাস চলাচল করে।বেহাল অবস্থায় থাকা ভাগীরথীর পাড়ের এই বাসস্ট্যান্ড এবার বদলে টার্মিনাল তৈরি করতে চায় রাজ্য পরিবহণ দপ্তর।প্রশাসন সূত্রে খবর,টার্মিনাল তৈরি হওয়ার পর এখান থেকে আরও বিভিন্ন রুট এবং দূরপাল্লার বাসের সংখ্যা বাড়ানো হবে।সরকারি বাসও চালু করা হবে এখান থেকে। অত্যাধুনিক মানের বাস টার্মিনালে সাধারণের পাশাপাশি শিশু এবং মহিলাদের জন্য থাকবে রেস্ট রুম। থাকবে গাড়ি চালকদের বিশ্রাম নেওয়ার জায়গা, যাত্রীদের দাঁড়ানোর জায়গা, আধুনিক বাস লেন, ব্যবস্থা। শুধু তাই নয়,বায়ো টয়লেট এবং পরিশ্রুত পানীয় জলেরব্যবস্থা থাকবে।কোন রুটে বাস রয়েছে,তার জন্য ডিসপ্লে তৈরির চিন্তাভাবনা চলছে।নতুন প্রজন্ম এবং বিশেষত শান্তিপুরে আসা পর্যটকদের কথা মাথায় রেখে বাস টার্মিনালে একটি সেলফি জোনেরও ব্যাবস্থা থাকবে ।রাজ্যের নির্দেশ মতো বিস্তারিত প্রকল্প তথ্য তৈরি করছে জেলা প্রশাসন।দ্রুত তা পাঠানো হবে পরিবহণ ভবনে।শান্তিপুরের বিধায়ক তৃণমূলের ব্রজকিশোর গোস্বামী জানান , রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরবর্তীকালে পরিবহন মন্ত্রীর কাছে নৃসিংহপুর বাস স্ট্যান্ড সম্পর্কে অবগত করেছিলাম যেহেতু এই বাস স্ট্যান্ডটি অতি পুরনো, তাই এই আধুনিকীকরণ অবশ্যই করে প্রয়োজনীয় ছিল এই আধুনিকীকরণের মাধ্যমে যেরকম একদিকে বেকারদের কর্মসংস্থান হবে অপরদিকে বর্ধমান কালনা সীমান্তবর্তী এই বাস স্ট্যান্ড আধুনিকীকরণের মাধ্যমে এক উন্নততম বাস টার্মিনালে পরিণত হবে। তবে এই বাসস্ট্যান্ডে টোটো অটো এবং বাস এদের মধ্যে একটি সমস্যা রয়েছে বাস টার্মিনাল আধুনিকীকরণ করা হলে সেই সমস্যারও সমাধান ঘটবে অতি দ্রুত এই আধুনিকীকরণের কাজ শুরু করবে জেলা প্রশাসন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct