মনিরুজ্জামান ও ইস্রাফিল বৈদ্য, বারাসত, আপনজন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনস্ত সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা উন্নয়ন দপ্তরের ব্যবস্থাপনায় পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের পরিচালিত ২০২৪ সালের হাই মাদ্রাসা,আলিম, ফাজিল পরীক্ষা বিষয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক মঙ্গলবার অনুষ্ঠিত হয় উত্তর ২৪ পরগনার বারাসাত প্রশাসনিক ভবনে। প্রতি বছরের মতো এবারও মাদ্রাসা পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পরীক্ষা ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত সমস্ত সেক্টর এবং জেলার মাদ্রাসাগুলোর দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের নিয়ে বৈঠক করেন মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি ডঃ আবু তাহের কামরুদ্দিন।তিনি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, পরীক্ষা সম্পর্কিত ব্যবস্থায় জড়িত প্রতিটি বিভাগকে জানানো হয়েছে পরীক্ষার দিনগুলোতে সবরকমের বন্দোবস্ত করার জন্য।যদি কোনও শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে এবং সে যদি সরকারি স্বাস্থ্য কেন্দ্রে থেকে পরীক্ষা দিতে চায় তারজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্ৰহণ করা হবে। মাদ্রাসা শিক্ষা পর্ষদের অন্যতম সিনিয়র সদস্য একেএম ফারহাদ বলেন, ছাত্রছাত্রীদের সুবিধার্থে শিক্ষক শিক্ষিকাদের অবদান অনস্বীকার্য।প্রতিবারের মতো এবারও তার ব্যতিক্রম হবে না।তিনি বলেন,শিক্ষার সার্বিক মানোন্নয়নে রাজ্য সরকার যেভাবে কর্মসূচি পালন করে চলেছে তা প্রশংসনীয়। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। প্রসঙ্গত, এবছর মাদ্রাসা বোর্ড পরিচালিত হাই মাদ্রাসা,আলিম, ফাজিল পরীক্ষা শুরু হতে চলেছে আগামী পয়লা ফেব্রুয়ারি।পরীক্ষা চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। বারাসাতে মাদ্রাসা বোর্ডের পরীক্ষা সংক্রান্ত এই বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনার অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) দিব্যা লোগানাথন,জেলা সংখ্যালঘু আধিকারিক পূর্ণিমা দে, মাদ্রাসা শিক্ষা পর্ষদের উপসচিব ডঃ আজিজার রহমান, উত্তর ২৪ পরগনা জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) কৌশিক রায়, সহকারী বিদ্যালয় পরিদর্শক(মাধ্যমিক) মাদ্রাসা ইনচার্জ মৌসুমী সরকার , বারাসাত পুলিশ জেলার ডেপুটি সুপারিন্টেডেন্ট মানস কুমার মাইতি ডিস্ট্রিক্ট অ্যাডভাইজারি কমিটির সদস্য তথা বোর্ড সদস্য মোজাফফর হোসেন, নূরুল হক, সওকাত হোসেন পিয়াদা, আসরাফ আলী, আসাদ আলী প্রমুখ।]
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct