নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: মিড ডে মিল এ নিম্নমানের খাদ্য সামগ্রী, পরিমানে কম ও দুর্নীতির অভিযোগ তুলে আলু,পেঁয়াজ ও রসুন ফেলে বিক্ষোভ দেখালেন স্কুলের রাঁধুনিরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ে। ওই বিদ্যালয়ের মিড ডে মিলের দায়িত্বপ্রাপ্ত রাঁধুনিদের অভিযোগ দীর্ঘদিন ধরে স্কুল কর্তৃপক্ষ সঠিক ভাবে রান্নার সামগ্রী দিচ্ছেন না।ছাত্র-ছাত্রীদের মাসে মাত্র একদিন ডিম দেওয়া হয়।এমনকি কম পরিমাণে চাল দেওয়া হয় রান্নার জন্য।যা ছাত্র-ছাত্রীরা সঠিক ভাবে খাবার পাচ্ছে না।এই নিয়ে ছাত্র-ছাত্রীরা বারবার রাঁধুনীদের কাছে ক্ষোভ উগড়ে দিচ্ছেন।কিন্তু স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম কে বলা হলে তিনি কোন কর্ণপাত করেন না।প্রধান শিক্ষক মিড ডে মিলের বাজার করার জন্য বহিরাগত দুইজনকে রেখেছেন।তারা কেউই সঠিক ভাবে বাজার করছেন না।প্রধান শিক্ষক নুরুল ইসলাম বহিরাগত ওই দুইজনকে স্কুলে রেখে দুর্নীতি করছেন বলে অভিযোগ।প্রশ্ন উঠছে,মিড ডে মিলের খাবারের জন্য স্কুলে যে টাকা আসছে তা যাচ্ছে কোথায়।এই নিয়ে রাঁধুনীরা হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ।এদিকে এদিন স্কুলে উপস্থিত ছিলেন না প্রধান শিক্ষক নুরুল ইসলাম।তার পরিবর্তে ভারপ্রাপ্ত দায়িত্বে ছিলেন সহ শিক্ষক সুশান্ত বসাক।তিনি বলেন রাঁধুনীদের অভিযোগ ভিত্তিহীন।যেহেতু এই স্কুলে কোন অশিক্ষক কর্মী নেই,তাই বাইরের লোকেদের দিয়ে বাজার করাতে হয়।অন্যদিকে স্থানীয় পঞ্চায়েত সদস্য মহাম্মদ মুজাহিদের দাবি মহেন্দ্রপুর হাই স্কুল ঘুঘুর বাসায় পরিণত হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কিছু মানুষকে নিয়ে এই দুর্নীতি চালাচ্ছেন।হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্য স্বপন আলী জানান এই ধরনের অভিযোগ সঠিক হলে প্রশাসনকে ব্যবস্থা নিতে অনুরোধ করবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct