দেবাশীষ পাল, মালদা, আপনজন: দুই ষাঁড়ের লড়াই রাজ্য কয়েক ঘন্টা ধরে রাস্তা বন্ধ। হঠাৎ মঙ্গলবার মালদা নালাগোলা রাজ্য সড়কের হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী হসপিটাল মোড় এলাকায়, দুটি ষাঁড়ের লড়াই কয়েক ঘণ্টা ধরে চলতে থাকে অবশেষে লড়াই না থামায়। হবিবপুর থানা পুলিশ খবর পেয়ে হবিপুর থানা আইসি সুবীর কর্মকার নিজে ছুটে আসেন। আর এই লড়াইয়ের জেরেই মঙ্গলবার তুলকালাম পরিস্থিতি তৈরি হল মালদার বুলবুলচন্ডী হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায়। দুই ষাঁড়ের লড়াইয়ের জেরে বেশ কিছুক্ষণ রাজ্য সড়কে বন্ধ থাকল যান চলাচল। আতঙ্কিত হয়ে পড়লেন সাধারণ মানুষ। তাই আতঙ্ক নিরসনে দুই ষাঁড়ের লড়াই থামাতে ছুটে আসল হবিবপুর থানার পুলিশ।লড়াই থামাতে রীতিমতো হিমশিম খেতে হল পুলিশকেও।’ অবশেষে হবিবপুর থানার থানার আইসি সুবীর কর্মকার জীবনের ঝুঁকি নিয়ে দুই ক্ষিপ্ত ষাঁড়কে সরিয়ে এগিয়ে যাই নিজেই রীতিমতো ষাঁড়ের সামনে দাঁড়িয়ে বারবার দুটো স্যারকে সরানোর চেষ্টা করতে থাকে।মালদা নালাগড় রাজ্য সড়কে বন্ধ হয়ে পরে।জীবনের ঝুঁকি নিয়ে বার বার দুই ষাঁড়ের সামনে এগিয়ে গিয়েছেন হবিবপুর থানা আইসি।এলাকাবাসী জানিয়েছেন,জল,ও লাঠি,আগুন দেখিয়ে,ভয় দেখিয়ে দুটি ষাঁড়কে সড়ানো চেষ্টা করা হয়।কোন ভাবে শান্ত হয়নি,এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে।ষাঁড়ের লড়াইয়ের খবর পেয়ে আমাদের হবিবপুর থানার আই স্যার সহ হবিবপুর থানার পুলিশ ছুটে আসে।আইসি স্যার নিজের জীবনের ঝুঁকি নিয়ে বেশ ঘণ্টাখানে ধরে শান্ত করার চেষ্টা করে।অবশেষে ঘন্টাখানেক পরে স্যারের লড়াই শান্ত হয়।হবিবপুর থানার আইসি স্যারের সাহসিকতা দেখে মুগ্ধ,আইসি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন সাধারণ মানুষ এই সাহসিকতায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct