মাফরুজা মোল্লা, ক্যানিং, আপনজন: অবশেষে প্রত্যাশা পূরণ হল বছর ১৭ একাদশ শ্রেণীর ছাত্র তথা সুন্দরবনের ‘ক্যারাটে ম্যান’ ক্যানিংয়ের প্রিয়াংশু দাসের।ইন্ডিয়া বুক অফ রেকর্ডস্ এ নাম উঠলো তার। ‘মেক্সিমাম ক্যারাটে ড্রপ কিকস্ ৩০ সেকেন্ড’ রেকর্ড গড়ে এই ক্ষুঁদে ক্যারাটে ম্যান।উল্লেখ্য সমগ্র দেশের মধ্যে এযাবত ‘মেক্সিমাম ক্যারাটে ড্রপ কিকস্ ৩০ সেকেন্ড’ এ ৫৩ বার কিক করে রেকর্ড দখলে রেখেছিলেন মহারাষ্ট্রের মুম্বাইয়ের পারতিয়াস কুমার ঝা। সেই রেকর্ড ভেঙে ৩০ সেকেন্ডে ৬৩ বার কিক করে ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস্’ এ জায়গা করে নেয় সুন্দরবনের ক্যানিংয়ের ‘ক্যারাটে ম্যান’ প্রিয়াংশু দাস। উল্লেখ্য,গত ২৭ জানুয়ারী কলকাতার শ্যামবাজার দেশবন্ধু পার্কে অনুষ্ঠিত হয় দ্বিতীয় বর্ষের “কলকাতা কাপ ক্যারাটে চ্যাম্পিয়ানসীপ ২০১৯” প্রতিযোগিতা। রাজ্যের মহাদেবী বিড়লা একাডেমী,বিড়লা হাইস্কুল,লরেটো হাউস,লরেটো ইতালির মতো নামজাদা বিদ্যালয়ের মোট ৭০০ প্রতিযোগী অংশ গ্রহন করেছিল প্রতিযোগিতায়। পাশাপাশি দক্ষিন ২৪ পরগণা জেলার বিভিন্ন স্কুল সহ সুন্দরবনের ক্যানিংয়ের ডেভিড সেশুন হাইস্কুলের ছাত্র প্রিয়াংশু দাস ক্যারাটে প্রতিযোগীতায় অংশ গ্রহন করে।
২৭০০ প্রতিযোগীর মধ্যে সুন্দরবনের দরিদ্র ফল বিক্রেতার সন্তান প্রিয়াংশু টুর্ণামেন্টে সমস্ত প্রতিযোগীকে পিছনে ফেলে ক্যারাটে বিভাগের ‘ওপেন কাতা’য় দ্বিতীয় ,‘ওপেন ব্ল্যাকবেল্ট ফাইট’য়ে প্রথম, ‘ওপেন টীম ফাইট’য়ে চ্যাম্পিয়ান সহ মোট ছটি বিভাগে উল্লেখযোগ্য ভাবে সাফল্য পেয়ে প্রশংশিত রাজ্য সহ সমগ্র দেশে। ২০১৯ এর প্রতিযোগীতায় উল্লেখযোগ্য ভাবে পাঁচটি বিভাগে পুরষ্কার পাওয়ার পাশাপাশি ‘২০১৮-২০১৯’বর্ষের সেরা ছাত্র হিসাবে নির্বাচিত হয় পুরষ্কার ছিনিয়ে নেয়। ২০২৩ এ কোয়েম্বাটুর এ জাতীয় ক্যারাটে প্রতিযোগীতায় কালারিপাই -২ বিভাগে ৪ টি গোল্ড মেডেল পায়।এছাড়াও একই বছর গোয়াতে মারদানী স্পোর্টস্ এ ২ টি গোল্ড মেডেল জয়লাভ করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct