সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: মঙ্গলবার বাঁকুড়া জেলার খাতড়া মহকুমার অম্বিকানগর গ্রাম পঞ্চায়েতের অধীনে রাণীবাঁধ ব্লকের অম্বিকানগর উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের ২ জন আধিকারিক এবং বাঁকুড়া জেলার শিক্ষা দপ্তরের ২ জন আধিকারিক পরিদর্শনে আসেন। এদিন বিদ্যালয়ের উপস্থিতির হার চোখে পড়ার মতো । এই বিদ্যালয়ে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মোট ছাত্র ছাত্রীর সংখ্যা ১৫৩৮ জন, ছাত্রের সংখ্যা ৮১৯ জন, ছাত্রীর সংখ্যা ৭১৯ জন । এই বিদ্যালয়ে কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্প খতিয়ে দেখা হলো, ছাত্র ছাত্রী, শিক্ষকদের সাথে কথাও বললেন আধিকারিকরা। পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মিড ডে মিলে আজকে ৪৬০ জন ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেছে । “ভোকেশনালাইজেশন অফ স্কুল এডুকেশন, মিড ডে মিল, কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় সহ বিভিন্ন প্রকল্প সঠিকভাবে চলছে কিনা তা আধিকারিকরা খতিয়ে দেখে পরিদর্শন করলেন । নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ২০১৮ সালে সমগ্র শিক্ষা অভিযানের অন্তর্গত এই বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের “ভোকেশনালাইজেশন অফ স্কুল এডুকেশনের” অধীনে অটোমোটিভ এবং ইনফরমেশন টেকনোলজি বিষয়ের উপর হাতে কলমে শিক্ষাদান শুরু হয়। কিন্তু ৫ বছরের বেশী সময় ধরে ছাত্র ছাত্রীদের পাঠ্যপুস্তক মিলছে না, ল্যাবের সরঞ্জামও মিলছে না, এমনকি শিক্ষকরা সময়মতো বেতন পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় দলের কাছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct