আপনজন নিউজ ব্যুরো, বহড়ু, আপনজন: মঙ্গলবার কলকাতা ফেরার পথে দক্ষিণ ২৪ পরগণার জয়নগর ১ ব্লকে বহড়ু হাই স্কুল মাঠে সরকারি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর ৫ নম্বর রাস্তায় হেলিপ্যাড মাঠ থেকে ১২ টার সময় জয়নগরে উদ্দেশ্য উড়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা ১ টার সময় গঙ্গাসাগর থেকে হেলিকপ্টারে জয়নগর থানার উওর দূর্গাপুর মুচিপাড়ার মাঠে অস্থায়ী হেলিপ্যাডে নেমে প্রায় দেড় কিমি রাস্তা পায়ে হেঁটে বহড়ু আাসার পথে রাস্তার পাশে থাকা কয়েক হাজার মানুষের অভিবাদন গ্রহন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান মঞ্চে আসার সময় রাস্তার পাশে দাঁড়ানো মানুষ জনের সাথে কথা বলেন। এই অনুষ্ঠান মঞ্চ থেকে ৫৪২ কোটি টাকা ব্যয়ে ৭৪ টি সরকারি প্রকল্পের উদ্বোধন করেন। প্রায় ৩৯৫ কোটি ৩৩ লক্ষ টাকা এবং মোট ২৪ প্রকল্পের শুভ শিলান্যাস হল যার আর্থিক মূল্য প্রায় ১৪৬ কোটি ৬ লক্ষ টাকা। তার মধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলার সড়ক পরিকাঠামোর মানোন্নয়নে। কলকাতা-বাসন্তী-গদখালী রাস্তার ৬৮ কিঃমিঃ থেকে ৯৬.৬৮৪ কিঃমিঃ পর্যন্ত প্রশস্তকরণ ও দৃঢ়ীকরণ, ২২.১০ কিঃমিঃ দীর্ঘ বাসন্তী হেড়োভাঙা রাস্তার দৃঢ়ীকরণ। ২৪.০৯ কিঃমিঃ কালীতলা ধুরিবাজার রাস্তার দৃঢ়ীকরণ, ১৬.১০ কিঃমিঃ দীর্ঘ উত্তরাবাদ মন্দিরঘাট রাস্তার দৃঢ়ীকরণ ও প্রশস্তকরণ প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। এছাড়াও আজ ১২,০০০ কিঃমিঃ সড়কের মানোন্নয়নের জন্য পথশ্রী-৩’এর শুভারম্ভ। যার ফলে ৮.৫ লক্ষ জব কার্ড হোল্ডার কাজ পাবেন এবং ২.৫৭ কোটি কর্মদিবস তৈরি হবে। এই প্রকল্পের জন্য রাজ্য সরকারের তরফ থেকে প্রায় ৪,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি, আজকের সভাস্থল থেকে প্রায় ২০,০০০ মানুষের কাছে বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান করা হয়েছে। তিনি জানান, এই জেলায় ৪৫ হাজার ছাত্রী কন্যাশ্রী পেয়েছে। ৩৯ হাজার সবুজ সাথী পেয়েছে। ৬৭ হাজার মহিলা লক্ষ্মীর ভান্ডার পেয়েছে। ২৪ হাজারের বেশি কৃষক বন্ধু পেয়েছে। জেলার বিভিন্ন প্রান্তে মডেল স্কুল তৈরি হয়েছে। এই জেলায় ২২৬ কোটি টাকা ব্যয়ে হাতানিয়া দোয়ানিয়া নদীতে ব্রিজ হয়েছে। বাড়ি বাড়ি জল রাজ্য সরকার দিচ্ছে, কেন্দ্র নয়। ২০২৪ ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পে সমস্ত বাড়িতে জল পৌঁছবে জল স্বপ্ন প্রকল্পের মাধ্যমে। ইতিমধ্যেই ৫ লক্ষের বেশি বাড়িতে জল পৌঁছেছে। এ বছর আরও ১২০০০ কিলোমিটার রাস্তা পথশ্রী প্রকল্পের মাধ্যমে তৈরি করা হবে। পাশাপাশি সংখ্যা লঘু সম্প্রদায়ের ছেলে মেয়েদের জন্য আরও বেশ কিছু সরকারি প্রকল্পের কথা বলেন। ১০০ দিনের কাজ কেন্দ্র বন্ধ করে দিলেও আমরা পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে সাড়ে আট লক্ষ জব কার্ড হোল্ডারদের কাজ দেওয়া হবে। নি বলেন কেন্দ্র সরকার বাংলার মানুষের টাকা আটকে রেখেছে। রাজ্যকে টাকা দিচ্ছে না। বাংলার মানুষের উন্নয়নের জন্য রাজ্য সরকার ৭৬ শতাংশ টাকা আমরা ব্যয় করি। কেন্দ্র অল্প কিছু টাকা সাহায্য করে। এছাড়াও জেলার মানুষের প্রতি কৃজ্ঞতা যাপন করেন।তিনি বলেন সুন্দরবনের মধু ও জয়নগরে মোয়া জি আই ট্রেক পেয়েছে। বাধ্যক ভাতার টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার।আমরা ওই টাকা দেবো। জয়নগরে মোয়া শিল্পের জন্য “মোয়া হাব “তেরি করা হচ্ছে। প্রায় ১ লক্ষ্য গ্রামীণ রাস্তা করেছি । আমরা সব করে দেব। এই বছর ৭২০ কোটি টাকা প্রজেক্টের কাজ আমরা নিয়েছি। এই সভা থেকেই মূলত লোকসভা ভোটের প্রচার শুরু করে দেন মমতা। তিনি বলেন, বিজেপির কাছে আত্মসমর্পণ নয়, সিপিআইএমের সাথেও আপস নয়।
প্রতিবেদক: বাবলু প্রামানিক, চন্দনা বন্দ্যোপাধ্যায়, ওয়াসিফা লস্কর, মনজুর আলম, ওয়ারিশ লস্কর ও মোমিন আলি লস্কর
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct