নিজস্ব প্রতিবেদক, বাঁকুড়া, আপনজন: বকেয়া মজুরি প্রদান ও বন্ধ কারখানা অবিলম্বে খোলার দাবীতে আজ বাঁকুড়ার ছাতনা ব্লকের জোড়হীড়া মোড়ের কাছে বাঁকুড়া শালতোড়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন কারখানার কর্মহীন শ্রমিকরা। শ্রমিকদের দারি শ্রমিকদের প্রায় আড়াই মাস মজুরি বকেয়া রেখে নতুন বছরের গোড়া থেকেই কারখানা বন্ধ করে দেয় স্থানীয় বেসরকারী স্পঞ্জ আয়রন কারখানা অঙ্কিত মেটাল এন্ড পাওয়ার লিমিটেড। বকেয়া না মেটানো এবং কারখানা না খোলা পর্যন্ত এই অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কারখানার কর্মহীন শ্রমিকরা। স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার জোড়হীড়ায় থাকা অঙ্কিত মেটাল এন্ড পাওয়ার লিমিটেড কারখানায় কমবেশি এক হাজার জন শ্রমিক কাজ করেন। সম্প্রতি বিভিন্ন কারনে কারখানাটি ধুঁকতে শুরু করে। ডিসেম্বরে কারখানা কর্তৃপক্ষ কারখানার গেটে নোটিশ দিয়ে জানায় নতুন বছর থেকে কারখানা রক্ষনাবেক্ষণে জন্য আপাতত শ্রমিকদের কাজ মিলবে মাসে মাত্র দশ দিন। কারখানার গেটে নোটিশ পড়তেই আন্দোলনে নামে কারখানার শ্রমিকরা। বিষয়টি নিয়ে বারেবারে কারখানা কর্তৃপক্ষ, লেবার কমিশন ও প্রশাসনের সঙ্গে বৈঠক হলেও কোনো সমাধান সূত্র মেলেনি। উল্টে শ্রমিকদের দাবী চলতি বছরের গোড়া থেকেই কারখানা একতরফা ভাবে বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। অবিলম্বে সেই বন্ধ কারখানা খোলা ও বকেয়া থাকা আড়াই মাসের মজুরি অবিলম্বে প্রদানের দাবীতে এবার বড়সড় আন্দোলনে নামল কারখানার কর্মহীন শ্রমিকরা। এদিন শ্রমিকদের অবরোধের জেরে বাঁকুড়া শালতোড়া রাজ্য সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। অবিলম্বে দাবি পূরণ না হলে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কর্মহীন শ্রমিকরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct