সেখ রিয়াজুদ্দিন ও আজিম সেখ, বীরভূম, আপনজন: কেন্দ্রীয় সরকারের বাংলা তথা রাজ্যের প্রতি বঞ্চনার বিরুদ্ধে সোমবার বীরভূমের রামপুরহাট শহর এলাকা জুড়ে রামপুরহাট যুব তৃণমূল ও তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে মহা মিছিল সংগঠিত হয়। এদিন মিছিল শুরু হয় রামপুরহাট তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে ডাকবাংলা পাড়ার মোড়, পাঁচমাথা, মহাজনপট্টি সহ কামারপট্টি হয়ে পুনরায় পাঁচমাথা মোড়ে মিছিলটি জমায়েত হয়। এদিন মিছিলে উপস্থিত ছিলেন বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল, রামপুরহাট বিধানসভার বিধায়ক তথা রাজ্যের ডেপুটি স্পিকার ডক্টর আশিস ব্যানার্জি , বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল শেখ, রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান সৌমেন ভকত, রামপুরহাট ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি, বিধায়ক অশোক চট্টোপাধ্যায়,বিধায়ক বিধানচন্দ্র মাজি,জেলা যুব তৃণমূল সভাপতি অভিষেক ব্যানার্জি প্রমুখ নেতৃত্ব।মিছিল শেষে পাঁচমাথা মোড়ে জমায়েত হয়ে একটি পথসভা ও অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত নেতৃত্বগন তাদের বক্তব্যের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করেন।রাজ্যের প্রতি কেন্দ্র যে ভাবে বঞ্চনা করছে তা বাংলার মানুষ ঠিক সময়ে যোগ্য জবাব দেবেন। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যুব তৃণমূল ও তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আগামী দিনে আজকের রামপুরহাট শহরের ন্যায় সিউড়ি এবং বোলপুর মহকুমার মধ্যেও অনুরূপ মিছিল সংঘটিত হবে বলে বক্তব্য মারফত এদিন ঘোষণা করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct