সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: পি ডব্লিউ ডি দপ্তদের পক্ষ থেকে মাইকিং করে ঘোষণা করেন যে সাহেব রামপুর পেট্রোল পাম্প থেকে গোপালপুর ঘাট পর্যন্ত রাস্তা সম্প্রসারণ করার কাজ শুরু হচ্ছে এবং এই রাস্তার মধ্য যদি কোনো দোকান বা অন্য কিছু থাকে তাহা অন্যত্র সরিয়ে নেওয়ার ঘোষণা করেন ।সেই ঘোষণা সোনার পর থেকে চিন্তিত মুর্শিদাবাদের জলঙ্গি বাজার ব্যবসায়ীরা ।তাদের দাবি রাস্তা বাড়ানো হোক কিন্তু দোকান দার দার কথা মাথায় রেখে ।এই রাস্তা প্রয়োজন মতো নেওয়ার আবেদন চেয়ে সোমবার সকালে জলঙ্গী বাজার থেকে বিডিও অফিস পর্যন্ত পায়ে হেঁটে মিছিল করে বিডিও সুব্রত মল্লিকের কাছে ছয় জনের একটি প্রতিনিধি দল লিখিত ডেপুটেশন জমা করেন। ডেপুটেশন জমা করে বেরিয়ে এসে বাজার সম্পাদক মাসুম বিল্লাহ বলেন, আমাদের দাবি গুলো লিখিত আকারে বিডিও সাহেব কে জানিয়েছি তিনি আশ্বাস দিয়েছেন বিষয় গুলো নিয়ে আলোচনা করার। বাজারের দোকান মালিক মিরাজুল সেখ মিনা বলেন আমাদের জলঙ্গি বাজার তিন বারের ভাঙনে ভেঙে যাওয়া বাজার এখানে তেমন ভাবে কোনো বড় ব্যাবসিক নেই সকলে দু বেলা দু মুঠো খাবারের অস্বায় ছোট ছোট দোকান করে বসে আছে ।এই ভাবে যদি দোকান ভেঙে দেয় তাহলে মৃত্যু ছাড়া আর কিছুই থাকবে না আমাদের ।বাজারের সভাপতি বলেন রাস্তার প্রয়োজন আছে রাস্তা করতে হবে তবে যতটা না নিলেই নয় সেই মতো নিয়ে রাস্তা করার দাবি জানাচ্ছি ।এদিনের ডেপুটেশন কয়েক হাজার মানুষ সামিল হয়েছিলেন ।এখন দেখার বিষয় কতটা মানছে পি ডব্লিউ ডি দপ্তর সেই দিকেই তাকিয়ে বাজারের ব্যবসায়ীরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct