আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: নদিয়ায় কাঠ মিল বন্ধ করার প্রতিবাদে জেলাশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হল।পরিবেশের ভারসাম্যতা বজায় রাখতে যত্রতত্র গাছ কাটা বন্ধ করতে কলকাতা হাইকোর্টের নির্দেশে সম্প্রতি রাজ্যজুড়ে অবৈধ কাঠ মিল বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার।মূলত তারই প্রতিবাদে সোমবার নদিয়া মুর্শিদাবাদ ডিভিশনাল টিম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ডাকে নদীয়ার জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করলেন সংগঠনের সদস্যরা। তাদের দাবি, বর্তমানে এই পেশার সাথে যুক্ত রয়েছেন লক্ষাধিক মানুষ। পাশাপাশি কাঠ মিল গুলিকে কেন্দ্র করে বহু মানুষ জীবিকা নির্বাহ করেন। যাদের সংসার জীবন অতিবাহিত হয় এই পেশাকে হাতিয়ার করে। হঠাৎ করে কাটমিল গুলি বন্ধ হয়ে গেলে এইসব মানুষজন কর্মহীন হয়ে পড়বেন। যার সুপ্রভাত পড়বে তাদের দৈনন্দিন জীবনে। সম্প্রতি মহামান্য কলকাতা উচ্চ আদালতের নির্দেশে রাজ্য জুড়ে কাঠ মিল বন্ধ করার অভিযান শুরু করেছে রাজ্য সরকার। যার কারণে কর্মহীন হয়ে পড়ার আশঙ্কায় রীতিমতো কপালে ভাজ পড়তে শুরু করেছে কাঠ মিল মালিক পক্ষ থেকে শুরু করে মিলের শ্রমিকদের। এই পরিস্থিতিতে তাদের দাবি, নীল গুলিকে বন্ধ না করে আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমস্যার সমাধান করুক সরকার। যদিও এই বিষয়ে তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। তবুও আলোচনার মধ্যে দিয়ে আইনকে বজায় রেখে তারা যাতে তাদের টিকিয়ে রাখতে পারেন মূলত সেই কারণেই জেলা শাসকের মাধ্যমে লিখিত আকারে স্মারকলিপি দিয়ে জেলা বনদপ্তর ও সর্বোপরি রাজ্যের মুখ্যমন্ত্রীর আছে তাদের এই বার্তা পৌঁছে দিতে চান তাদের সংগঠনের পক্ষ থেকে।দিব্যেন্দু বিশ্বাস সংগঠনের সম্পাদক বলেন,কাঠ মিল বন্ধ হয়ে গেল বহু মানুষ কর্মহীন হয়ে পড়বে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct