রঙ্গিলা খাতুন, সালার, আপনজন: তৃণমূলের পঞ্চায়েত তৃণমূলেরই পঞ্চায়েত সমিতি অথচ ছাগল গরু বিতরণে উঠলো স্বজন পোষনের অভিযোগ। শুধু অভিযোগ নয় একদম দলবল লাঠি নিয়ে তৃণমূলের অপর গোষ্ঠী বন্ধ করে দিলো ছাগল গরু বিতরণ।ছাগল ও গরু বিলি কে কেন্দ্র করে উতপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের সালার। যদিও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে, সোমবার দুপুর নাগাদ সালার ব্লক প্রানী সম্পদ দফতরের পক্ষ থেকে এলাকার গো পালকদের গরু ও ছাগল বিতরণ করার কথা ছিল। কিন্তু সেখানেই বাঁধে বিপত্তি। অভিযোগ ওঠে তালিবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রবি সেখ বনাম ভরতপুর দুই পঞ্চায়েত সমিতির পুর্ত কর্মাধ্যক্ষ ইমিতিয়াজ আলি দুই গোষ্ঠীর মধ্যে বচসা তৈরি হয় সালার কিষাণ মান্ডিতে। সোমবার দুপুরে দুই গোষ্ঠীর মধ্যে বচসা কে কেন্দ্র করে উতপ্ত হয়ে ওঠে এলাকা। অভিযোগ, প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ তার দাবি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তার গাড়ির চালকের নাম আছে এই তালিকাতে। সেই তালিকা মানতে না চাওয়ার কারণেই এই বচসা তৈরি হয়। যদিও পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct