এম মেহেদী সানি, বারাসত, আপনজন: তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা উত্তর ২৪ পরগনার তৃণমূলের নয়া কোর কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হল মধ্যমগ্রামের দলীয় কার্যালয়ে । লোকসভা ভোটের আগে রাজ্যে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তায় কিছুটা অস্বস্তিতে রয়েছে তৃণমূল কংগ্রেস ৷ ইডি আধিকারিকদের ওপর হামলার পর সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান বেপাত্তা। ইডি-র জালে বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। রেশন দুর্নীতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে জ্যোতিপ্রিয় মল্লিকও। উত্তর ২৪ পরগনার একের পর এক ঘটনায় চাপে তৃণমূল। এরই মাঝে জেলার নয়া কোর কমিটির বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল ৷ সোমবার কোর কমিটির মিটিং- এ উপস্থিত ছিলেন সংসদ সৌগত রায়, অর্জুন সিং, কাকলি ঘোষ দস্তিদার, মন্ত্রী ব্রাত্য বসু, শোভনদেব চট্টোপাধ্যায় বিধায়ক সুকুমার মাহাতো, সোমনাথ শ্যাম, নির্মল ঘোষ, বসিরহাট উত্তর ও দক্ষিণের বিধায়ক, বনগাঁ থেকে পৌরপ্রধান ও তৃণমূল নেতা গোপাল শেঠ, এটিএম আব্দুল্লাহ সহ আরও কিছু তৃণমূল নেতা । তবে এ দিন অনুপস্থিত ছিলেন বর্তমান রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, মন্ত্রী পার্থ ভৌমিক, অশোকনগরের বিধায়ক তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীরা। উল্লেখ্য প্রথমত অর্জুন-সোমনাথ দ্বন্দ্বের জল্পনার মধ্যে এই বৈঠক। দ্বিতীয়ত রেশন-দুর্নীতিতে জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর উত্তর ২৪ পরগনায় যে পাঁচটি লোকসভা আসন রয়েছে, তাতে কী ভাবে প্রস্তুতি নেওয়া হবে, সে ব্যাপারেও আলোচনা হওয়ার কথা এই বৈঠকে । পাশাপাশি, গত কয়েকদিনে সন্দেশখালির ঘটনা ও বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর গ্রেফতারি এবং শাহজাহান শেখের ফেরার হওয়া নিয়ে যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, তা কী ভাবে মোকাবিলা করা হবে সেটিও বিশ্লেষণ হতে পারে এই বৈঠকে । সূত্রের খবর, রেশন-দুর্নীতিতে ধৃত, রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয়র ঘনিষ্ঠ বলে পরিচিত শাহজাহানকে নিয়ে জেলার দলীয় নেতাদেরই অনেকের অনুযোগ রয়েছে ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct