মনিরুজ্জামান, বারাসত, আপনজন: রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী স্কুল,কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্টস উইকে সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।এই স্টুডেন্টস উইকের অঙ্গ হিসাবে সোমবার উত্তর ২৪ পরগনার দেগঙ্গা ব্লকের কলসুর বালিকা বিদ্যালয় ফুড ফেস্টিভ্যালের আয়োজন করে।খাদ্য তালিকায় ছিল পাস্তা ইন ক্রিমি চিজ সস, পাস্তা প্রিমেভেরা,ভেজ স্যান্ডউইচ,এগ মেও স্যান্ডউইচ,গ্রীন গার্ডেন স্যালাড,আলু চানা চাট।মকটেলের মধ্যে ছিল ভার্জিন মোজিত,স্পাইসি মসালা কোলা।স্কুলের বৃত্তিমূলক প্রশিক্ষক সুপ্রিয় হালদারের তত্বাবধানে এই ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়।ছাত্রীরা উৎসাহের সঙ্গে এই ফুড ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে।ছাত্রীদের মধ্যে উৎসাহ দেখে আগামী দিনে আরও বড় করে এই ফুড ফেস্টিভ্যাল করার পরিকল্পনার কথা জানা গেল স্কুলের তরফ থেকে। এতদঞ্চলের মধ্যে কলসুর বালিকা বিদ্যালয়ে এই ফুড ফেস্টিভ্যাল প্রথম অনুষ্ঠিত হল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct