নুরুল ইসলাম খান, কলকাতা, আপনজন: ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন হতে আর মাত্র ন’দিন বাকি। সেই বিষয় নিয়ে সোমবার কলকাতার দ্য পার্কে পাবলিশার্স ও বুকসেলার্স গিল্ডের পক্ষে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। গিল্ডের সভাপতি ত্রিদিব চ্যাটার্জী সভার উদ্বোধন করে বলেনচলছে মেলার চূড়ান্ত চূড়ান্ত পর্যায়ের ব্যস্ততা। আগামী ১৮ জানুয়ারি বিকেল ৪টেয় বইমেলা প্রাঙ্গণে উদ্বোধন হবে আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২৪। উদ্বোধক ও প্রধান অতিথি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত থাকছেন ভারতের ব্রিটিশ উপ-হাইকমিশনার মিঃ অ্যালেক্স এলিস সিএমজি, ভারতে ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর ম্যাডাম অ্যালিসন ব্যারেট এমবিই, বিশিষ্ট সাহিত্যিক শ্রীমতী বাণী বসু। উপস্থিত থাকবেন মাননীয় মন্ত্রীবর্গ এবং কবি সাহিত্যিক ও গুণিজন। এবারের আন্তর্জাতিক কলকাতা বইমেলার বিশেষ কিছু বিষয় নিয়ে তিনি বলেন, লিটল ম্যাগাজিন সহ ছোট, মাঝারি ও বড় প্রকাশকদের স্টল ও টেবিল সব মিলিয়ে ১০০০ স্টল থাকছে। সিনিয়র সিটিজেন দিবস ‘চিরতরুণ’ উদ্যাপন হবে ২৪ জানুয়ারি। লেখক, প্রকাশক ও পাঠককে নিয়ে থাকবে আলোচনা সভা। ৯টি গেট, যার প্রতিটি দিয়েই মেলায় ঢোকা ও বেরোনো যাবে। একটি গেট হচ্ছে লন্ডনের টাওয়ার ব্রিজের আদলে। একটি গেট বেথুন স্কুলের ১৭৫ বছর উপলক্ষে সেই স্কুলের আদলে। আছে বিশ্ববাংলা গেট এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও লোরকার ১২৫তম জন্মবর্ষ উদ্যাপনে তাঁদের স্মরণে থাকছে গেট। সংস্থার সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে বলেন যাঁদের আমরা গত বছর হারিয়েছি, তাঁদের মধ্যে সমরেশ মজুমদার এবং এ এস বায়াটের নামে হচ্ছে বইমেলার দুটি হল। লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন সন্দীপ দত্তের নামে হয়েছে বলে তিনি জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct