সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: হঠাৎ করে রাঁধুনিদের মিড ডে মিলের খাবার রান্না করতে বারণ করে বিদ্যালয় কর্তৃপক্ষ। যার জেরে ক্ষিপ্ত হয়ে রাঁধুনীরা বিদ্যালয় ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। এমনকি তালা ভেঙে রান্নাঘরের দখল নেন এবং মাটির চুলও ভেঙে দেন ক্ষিপ্ত রাঁধুনীরা।সোমবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ভগবানগোলা দুই ব্লকের আখরীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের কাজীপাড়া নতুন মদনপুর প্রাথমিক বিদ্যালয়ে।সূত্রের খবর, কয়েক বছর থেকে নতুন মদনপুর প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল রান্নার কাজ করতেন ওই এলাকার ৯ টি স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলারা। এতদিন রান্না করার পর হঠাৎ তাদের রান্নার কাজে আসতে বারণ করে বিদ্যালয় কর্তৃপক্ষ।
শুধুমাত্র চারজনকে স্থায়ীভাবে রান্নার কাজে রাখা হয়। গত শনিবার বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এর কারণ জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেনি বলে বিক্ষোভকারীদের দাবি। সোমবার বঞ্চিত রাঁধুনীরা বিদ্যালয়ে এসে বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনাস্থলে রানিতলা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভকারীদের দাবি, ‘চারজন রাধুনিকে রেখে আমাদের রান্না করতে বারণ করা হলো। কেন আমরা বাদ পড়লাম জানানো হচ্ছে না, অথচ প্রথম থেকে আমরা রান্না করে আসছি। যে টাকা পেতাম সবাই ভাগ করে নিতাম।’বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাম্মদ মহাইমেনুল হক বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে চারজন রাধুনিকে বহাল রাখা হয়েছে। আমি ৯ টি গোষ্ঠীর মহিলাদের ডেকে তাদের উপস্থিতিতে লটারি করে চারজনকে নির্বাচন করে রান্নার কাজে বহাল রাখি।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct