সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়, আপনজন: সোমবার ভাঙড় ১ নম্বর ও ২ নম্বর ব্লকের ৪ টি থানার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেছে কলকাতা পুলিশ। এর মধ্যে ভাঙড় ও উত্তর কাশিপুর(কাশিপুর থেকে উত্তর কাশিপুর হয়েছে) থানা আগে থেকেই ছিল। যদিও রাজ্য পুলিশের আওতায় ছিল এতদিন। ভাঙড়ের কলকাতা লেদার কমপ্লেক্স থানা বেশ কয়েকবছর আগে থেকেই কলকাতা পুলিশের ইস্ট ডিভিশনে ছিল। নতুন করে দুটি থানা যুক্ত হয়েছে। থানা দুটি হল পোলেরহাট ও চন্দনেশ্বর থানা। রাজনৈতিক মানচিত্র অনুয়ায়ী হিসাব করলে শুধু যে ভাঙড় কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত হল তা নয়; ক্যানিং এবং সুন্দরবন ও কলকাতা পুলিশের আওতায় এল।
বৃহত্তর ভাঙড় জনপদে রয়েছে ২ টি সমষ্টি উন্নয়ন ব্লক। ভাঙড় ১ নম্বর ব্লকে রয়েছে ৯ টি গ্রাম পঞ্চায়েত এবং ভাঙড় ২ নম্বর ব্লকে আছে ১০ টি গ্রাম পঞ্চায়েত। সর্বমোট ১৯ টি গ্রাম পঞ্চায়েত রয়েছে দুই ভাঙড়ে। ভাঙড় রাজনৈতিক মানচিত্র অনুয়ায়ী ২ টি বিধানসভা ও ২ টি লোকসভা ক্ষেত্রের মধ্যে পড়ে।ভাঙড় ২ নম্বর ব্লকের সব কটি(১০ টি) এবং ভাঙড় ১ নম্বর ব্লকের ৩ টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত ভাঙড় বিধানসভা। যেটা যাদবপুর সংসদীয় আসনের মধ্যে পড়ে। অন্য দিকে ভাঙড় ১ নম্বর ব্লকের অবশিষ্ট ৬ টি গ্রাম পঞ্চায়েত ক্যানিং পূর্ব বিধানসভা এবং জয়নগর লোকসভা আসনের আওতাধীন। প্রাকৃতিক মানচিত্র লক্ষ্য করলে দেখা যায় ক্যানিং বা জয়নগর সুন্দরবনের মধ্যে পড়ে। লোকসভা বা বিধানসভার হিসাবে অঙ্ক কষলে জয়নগর লোকসভা বা ক্যানিং পূর্ব বিধানসভার মধ্যে পড়ছে ভাঙড় ১ নম্বর ব্লকের চন্দনেশ্বর থানা। এবং কলকাতা লেদার কমপ্লেক্স থানার ২ টি অঞ্চলের ১ টি। রাজনৈতিক ও প্রাকৃতিক মানচিত্রের জটিল হিসাব মিলালে শুধু ভাঙড় যে কলকাতায় ঢুকল বা কলকাতা পুলিশ ভাঙড়ে ঢুকল তা নয়; বলা যেতেই পারে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন ও ঢুকল কলকাতায় বা কলকাতা পুলিশ ঢুকল সুন্দরবনে।সোমবার ভাঙড় ১ নম্বর ব্লকের নলমুড়ি তে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার(ভাঙড় জোন)-এর অফিসে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মহানগরিক, রাজ্যের বরিষ্ঠ মন্ত্রী ফিরহাদ হাকিম । ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন থানা উদ্বোধন ও পুরানো থানা হস্তান্তর করেন রাজ্যের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্র মন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ব্লক অনুয়ায়ী ভাঙড় ১ নম্বর ২ নম্বর এবং বিধানসভা অনুয়ায়ী ভাঙড় ও ক্যানিং পূর্ব বিধানসভায় এলাকায় আরও ৪ টি সাধারণ থানা এবং একটি মহিলা থানা হওয়ার কথা আছে। প্রস্তাবিত সাধারণ থানা গুলো হল বোদরা, মাধবপুর অথবা নারায়ণপুর, বিজয়গঞ্জ এবং হাতিশালা।উল্লেখ্য ২০২৩ পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে খুন, গুম, আগুন লাগানোর ঘটনায় ব্যাপক ভাবে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় বিধানসভা এলাকা। তখনই মুখ্যমন্ত্রী ভাঙড় কে কলকাতা পুলিশে নেওয়ার কথা ঘোষণা করেছিলেন। নানা টাল বাহানার পর অবশেষে ৪ টি থানা কলকাতা পুলিশে জুড়ল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct