নিজস্ব প্রতিবেদক, কালিয়াচক, আপনজন: কালিয়াচক দক্ষিণ চক্রের সুলতানগঞ্জ ম্যানেজড প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল শিক্ষা উৎসব। ব্যবস্থাপনায় কালিয়াচক দক্ষিণচক্র অবর বিদ্যালয় পরিদর্শক করন ও সহযযোগিতায় সমগ্র শিক্ষা মিশন। উপস্থিত ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক তারিকুল ইসলাম, প্রধান দোয়েল সাহা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপাল মিশ্র সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রীরা। ছাত্র-ছাত্রীরা ও শিক্ষক-শিক্ষিকাদের তৈরি টিএল এম এর প্রর্দশনী ছিল। এছাড়াও রিডিং ও রাইটিং দখতা প্রর্দশনী ছিল। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাদের সক্রিয় অংশগ্রহণ নজর কাড়ে ও উৎসাহ ছিল যথেষ্ট। অনুষ্ঠানের ফাঁকে জলে দেশাত্মবোধক গান নৃত্য কবিতা আবৃত্তি থেকে একগুচ্ছ সাংস্কৃতিক অনুষ্ঠান।গোটা জেলা জুড়ে চলছে এই শিক্ষা উৎসব। পিছিয়ে নেই কালিয়াচকও। কালিয়াচক দক্ষিণ চক্রের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী সকলের মধ্যে ছিল উৎসাহ। একই ছাতার তলে শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী অভিভাবক থেকে বিভিন্ন অতিথিবর্গ উপস্থিতিতে শিক্ষা উৎসব যেন মিলন উৎসবে পরিণত হয়। ছাত্র-ছাত্রীরা রিডিং ও রাইটিং প্রতিযোগিতায় অংশ নেয়। কালিয়াচক-১ অঞ্চলের প্রধান দোয়েল সাহা এই সরকারী উদ্যোগের প্রশংসা করেন। অবর বিদ্যালয় পরিদর্শক তারিকুল ইসলাম বলেন, চক্রের ৫০ টি স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশ নেয়। সমগ্র শিক্ষা মিশনের সহযোগিতায় ও শিক্ষক-শিক্ষিকা সক্রিয় অংশগ্রহণ প্রশংসা করেন। পঠন-পাঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে টি এল এম আর ছাত্র-ছাত্রীদের টি এল এম এর মাধ্যমে আনন্দদায়ক পাঠদান উদ্দেশ্য । এখানে টি এল এম তৈরি করেছে এবং শিক্ষকরা ও তৈরি করেছে । অভিজ্ঞতা শেয়ারের মাধ্যমে সমৃদ্ধ হবে সকলে। এই মেলার মহৎ উদ্দেশ্য রয়েছে ।হাতে কলমে শিখন, হাতের লেখা, পড়তে পারা ও ফেলে দেওয়া সামগ্রী থেকে শিক্ষককরণ বানানো সামগ্রিক শিক্ষার বিকাশ লক্ষ্য। প্রতিটি চক্রে অনুষ্ঠিত হচ্ছে পিছিয়ে নেই কালিয়াচকও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct