অ্যাকাডেমিক ক্যারিয়ারের উচ্চ স্তরের ক্ষেত্রে বোর্ড পরীক্ষাগুলোর গুরুত্ব অপরিসীম। আসন্ন দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা।এই ধরনের জীবনের বড় পরীক্ষায় সাফল্য পেতে যেমন শিক্ষা বর্ষের শুরু থেকেই ধারাবাহিকভাবে প্রস্তুতি নেওয়া উচিত, তেমনি অন্তিম পর্বে কঠোর পরিশ্যম ও নিরলস প্রচেষ্টা সাফল্যের চাবিকাঠি। আলোচনা করলেন কে. এম .ক্যারিয়ার ইনস্টিটিউট এর ডিরেক্টর হাসিবুর রহমান (WBCS).
শেষ দশ দিনের জন্য পরিকল্পনা
টাইম ম্যানেজমেন্ট এ দক্ষ হাওয়াটা ভীষণ জরুরী। পরীক্ষার আগে শেষ দশ দিনের জন্য উপযুক্ত পরিকল্পনা দরকার যেখানে প্রতিটি বিষয়ের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করা থাকবে এবং সেই পরিকল্পনার অগ্রগতির দিকেও নজর রাখতে হবে।
স্ট্রাটেজিক রিভিশন
সঠিক সময়ে সিলেবাস শেষ করে রিভিশন দিতে পারাটা একটা আর্ট। আর এই আর্ট যে যত ভাল রপ্ত করতে পারবে সাফল্য তার কাছে তত বেশি করে ধরা দেবে।কারণ ,টাইম ম্যানেজমেন্ট এর অভাবে অনেকেই অধ্যায়গুলো রিভিশন করতে পারে না। আর যত বেশি রিভিশন দেওয়া যাবে তত বেশি করে প্রতিটি বিষয় সম্পর্কে ধারণা আরও পরিষ্কার হবে ,বিষয়ের প্রতি দক্ষ্যতাও বৃদ্ধি পাবে।
স্যাম্পেল পেপার এবং মক টেস্ট সমাধান
প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে পূর্ব ধারণা থাকা এবং সেই অনুযায়ী নিয়মিত অনুশীলন করা ভীষণ জরুরী। আর এর জন্যই দরকার নিয়মিত স্যাম্পেল পেপার এবং মক টেস্ট সমাধান করা। কারণ এই ধরনের টেস্ট যত বেশি সম্পন্ন করবে তত বেশি তুমি আর পাঁচজনের থেকে এগিয়ে থাকবে।শুধু তাই নয়,এর ফলে প্রশ্নের ধরণগুলির সঙ্গে পরিচিতি বাড়বে এবং পাশাপশি নির্ভুল ও দ্রুত উত্তর করার ক্ষমতা গড়ে উঠবে। এটি প্রতিদিনের অভ্যাসে পরিনত করতে হবে,তবেই আসবে সাফল্য।
সকল বিষয়ে সমান গুরুত্ব
ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি,গণিত এর মত আর্টসের বিষয়েও সমান মনোযোগ দিতে হবে।এতে সব কিছুর নম্বর ভারসাম্যপূর্ণ হবে , তুমিও সাফল্যের কাছাকাছি যাবে। তাই নির্দিষ্ট কিছু বিষয়ে নয়,সকল বিষয়কে সমানভাবে গুরুত্ব দাও।
নিজের নোটের শক্তি
পড়ার পাশাপাশি ছোট ছোট করে কিছু নোট বানানোর অভ্যাস করতে হবে। নিজে নোট প্রস্তুত করার ফলে জটিল বিষয়গুলি যেমন তুমি সহজে বুঝতে পারবে ঠিক তেমনি পুঙ্খানুপুঙ্খ তথ্য তোমার মনে থেকে যাবে।এই ধরনের পদ্ধতিই সাফল্যের মঞ্চ গড়ে তোলে।তাই দেরি না করে প্রস্তুতি শুরু করে দাও আর হয়ে ওঠো গভীর কনফিডেন্স। এভাবেই সাফল্যকে আনলক করে এগিয়ে যাও লক্ষ্যপূরণে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct