আজিজুর রহমান, গলসি, আপনজন: গলসির সুন্দলপুর গ্রামে ক্রিকেট খেলায় জয়ী বর্ধমান প্যান্থার ক্লাব। এদিনের খেলায় তারা সাটিন্দীকে কিংবার্ড ৮২ রানে হারিয়ে জয়ী হয়। জানতে পারা গেছে, সুন্দলপুর নবজাগরণ ক্লাবের পরিচালিত প্রথম রাউন্ডের পঞ্চম দিনের খেলায় বর্ধমান প্যান্থার ক্লাব ও সাটিনন্দী কিংবার্ড মুখোমুখি হয়। টসে জিতে বর্ধমান প্যান্থার প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তাদের খেলোয়াড়দের ব্যাটে দর্শকরা বেশ আনন্দ উপভোগ করেন। তারা নির্ধারিত ১৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৪ রান সংগ্রহ করে। জবাবে সাটিনন্দী এর খেলোয়াড়রা ১৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫২ রান তুলতে সক্ষম হয়। ফলে খেলায় পরাজিত হয় সাটিনন্দী। ম্যান অফ দ্যা ম্যাচ হন বর্ধমান প্যান্থার ক্লাবের পলাশ সরকার। তিনি ২৯ বলে ৬৯ করেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct