আপনজন ডেস্ক: নেইমার তখনই কেবলই নিজের ডানা মেলতে শুরু করেছেন। খেলেন সান্তোসে। ২০১০ সালে আতলেতিকো গুইয়ানিয়েন্সের বিপক্ষে একটা ম্যাচের ঘটনা। তাঁকে পেনাল্টি নিতে না দিয়ে অন্য একজন পেনাল্টি নিতে পাঠানো সান্তোসের তখনকার কোচের সঙ্গে মাঠেই বিবাদে জড়িয়ে পড়েন নেইমার। খারাপ ব্যবহার করেন কোচের সঙ্গে। এমনকি ড্রেসিংরুমে গিয়েও গালাগাল করেন কোচকে। যে আচরণের শাস্তি হিসেবে নেইমারকে পরের ম্যাচে বাদ দেওয়ার পাশাপাশি মাসিক বেতনের এক-তৃতীয়াংশ জরিমানাও করেন সান্তোসের কোচ। কিন্তু এ ঘটনার জন্য বড় শাস্তিটা আসলে কোচ নিজেই পান পরে। সান্তোসের বোর্ড সভায় সবাই পক্ষ নেন ১৮ বছর বয়সী নেইমারের, চাকরি হারান ক্লাবকে ৯ মাসের মধ্যে ব্রাজিলিয়ান ঘরোয়া ফুটবলের অন্যতম বড় দুটি ট্রফি ও শতকরা প্রায় ৬৫ ভাগ ম্যাচ জেতানো কোচ। ব্রাজিলের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সান্তোসের সেই কোচ। আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, তবে ব্রাজিলের সংবাদমাধ্যম দেশটির ফুটবল ফেডারেশনের সূত্র দিয়ে এরই মধ্যে খবরটা নিশ্চিত করে দিয়েছে। ১৩ বছর আগে যে নেইমারের কারণে চাকরি হারিয়েছিলেন, সেই নেইমারকে আবার দরিভাল পাচ্ছেন জাতীয় দলে। সেই ১৮ বছর বয়সী নেইমার এখন ব্রাজিলের সবচেয়ে বড় তারকাই নন, সবচেয়ে প্রভাবশালী ফুটবলারও বলা যায়। কেমন হবে নেইমারের সঙ্গে দরিভালের সম্পর্ক?
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct