এবার থেকে হাতের মোবাইল ফোনটিকেই টিভির রিমোট কন্ট্রোল হিসেবে ব্যবহার করতে পারেন। এজন্য অবশ্য স্মার্ট টিভিতে ওয়ারলেস কানেক্টিভিটি থাকতে হবে। স্মার্ট টিভি এবং স্মার্ট ফোন দুটিতেই থাকতে হবে একই ওয়াই-ফাই নেটওয়ার্ক। এ্যান্ড্রয়েড ৪.৪ সম্পন্ন হতে হবে স্মার্টফোনটিকে। এছাড়া, দেখতে হবে স্মার্ট টিভিটি যেন এপিকে ফাইলকে সাপোর্ট করে। স্মার্টফোন এবং স্মার্ট টিভিতে প্রথমে 'সিটাসপ্লে' অ্যাপটি ডাউনলোড এবং ইনস্টল করতে হবে। এর পর ফোনে অ্যাপটিকে ওপেন করুন। টিভির ডিভাইসটি স্মার্টফোনে দেখাবে কিছুক্ষণের মধ্যে। স্মার্টফোনে আসা সমস্ত পার্মিসনগুলিকে অ্যাক্সেপ্ট করুন। এরপর, কানেক্ট হওয়ার জন্য অপেক্ষা করুন। বেশ কিছু অপসন আসবে। সেখান থেকেই রিমোট টাইপ অপসনটি বেছে নিন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct