নিজস্ব প্রতিবেদক, বহরমপুর, আপনজন: চাতক-এর ২০২৪ সালের নানা কর্মসূচি যথাযথ ভাবে সফল করতে ৭ জানুয়ারি রবিবার বহরমপুর ট্রেক্সটাইল কলেজের গ্রেস্ট হাউসের গ্রাউন্ড ফ্লোরে আলোচনা সভা অনুষ্ঠিত হল । আলোচনার শুরুতে চাতক সম্পাদক শেখ মফেজুল খাজিম আহমেদকে সভার সভাপতিত্ব করার দায়িত্ব দিয়ে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। চাতক সম্পাদক সকলকে এদিনের সভার আলোচ্য বিষয় উপস্থাপন করেন। এক বছরের কর্মসূচি কি কি আছে সে বিষয়ও তুলে ধরেন।এদিন চেয়ারপার্সন খাজিম আহমেদ বর্তমান প্রেক্ষিতে দাঁড়িয়ে চাতক সাহিত্য-সংস্কৃতি ও আর্থ-সামাজিক ক্ষেত্রে কি কাজ করতে চাইছে, লেখার ক্ষেত্রে কোন জাতীয় বিষয়ে গুরুত্ব আরোপ করা হবে, সে বিষয়ে আলোকপাত করেন । চাতক এর ২০২৪ সালের শুরুতে ঘোষিত কর্মসূচি ২৮ জানুয়ারি আন্তর্জাতিক সেমিনার নিয়ে বিস্তারিত আলোচনা করেন সকলে। সেই সাথে আগামি ২৮ ফেব্রুয়ারির মধ্যে ১০০ জন সক্রিয় সদস্য সংগ্রহ করার সিদ্ধান্ত গ্রহন করা হয় । যে কেউ এক হাজার টাকা অনুদান দিয়ে সদস্য পদ গ্রহণ করতে পারবে বলে সিদ্ধান্ত হয় । এদিন অনলাইন সহ নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও মালদহ জেলা থেকে বিশিষ্ট কবি, সাহিত্যিক, লেখক, সমাজকর্মী আলোচনা সভায় উপস্থিত ছিলেন। এঁদের মধ্য থেকে এবাংলার অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্ব ইতিহাসবেত্তা খাজিম আহমেদকে চাতক-এর মুখ্য উপদেষ্টা মনোনীত করা হয়। এবং সোসাল মিডিয়ার সম্পাদক হিসাবে দায়িত্ব দেওয়া হয় তরুণ প্রযুক্তিবিদ মিজানুর রহমানকে । চাতক এর কমিটিকে আরও সুসংগঠিত ভাবে গড়ে তুলতে উপস্থিত সকলকেই দায়িত্ব দেওয়া হয়। পরবর্তী সময়ে অনলাইন আলোচনার মাধ্যমে একটি কমিটি গঠিত হবে বলে জানানো হয়। এদিন আগামী ২৮ জানুয়ারি রবিবার, আন্তর্জাতিক আরবি ভাষা সংক্রান্ত সেমিনার কিভাবে সফল করা যায়, সে বিষয়ে বিস্তারিত ভাবে সকলে আলোচনা করে একটি নিদিষ্ট সিদ্ধান্তও গ্রহণ করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct