নিজস্ব প্রতিবেদক, শাসন, আপনজন: স্কুলের কচিকাঁচাদের আহ্বানে প্রাইমারি স্কুলের উদ্যোগে রক্তদান করলেন অভিভাবক ও অভিভাবিকরা। এমনই এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর চব্বিশ পরগনা জেলার শাসনের সন্ডালিয়া গ্রামবাসীরা। সন্ডালিয়া প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে ও গ্রামবাসীদের সহযোগিতায় এই প্রথম রক্তদান শিবিরের আয়োজন করা হয় রবিবার। কিন্তু কচিকাঁচাদের এই স্কুলে কারা রক্তদান করবেন। তাই স্কুলের কচিকাঁচারই তাদের বাবা মা কে রক্তদান করার কথা বলেন। স্কুলের প্রধান শিক্ষক মাসুদ হোসেন বলেন, মূলত বাচ্চাদের অভিভাবক অভিভাবিকারা ও গ্রামবাসীরা এসে ৫০ জনেরও অধিক রক্তদান করেছেন। পাঠ্য বইয়ের পাশাপাশি পড়ুয়ারা যাতে সামাজিক মূল্যবোধের শিক্ষা অর্জন করতে পারে এটাও একটা ভাবনা। আর তাই বৃক্ষ রোপণ এর পাশাপাশি এই রক্তদান শিবিরের আয়োজন বলে তিনি জানান। আর এই রক্তদান শিবিরের কর্মকাণ্ডকে সারা বছর ধরে রাখতে প্রতি ইংরেজি নববর্ষের প্রথম রবিবারকে নির্ধারিত তারিখ করে দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত দুই পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মেহেদী হাসান, জেলা পরিষদের সদস্য সাবিনা খাতুন, সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সহ সম্পাদক অধ্যাপক নাজমুল আরেফিন সহ বিশিস্টজনেরা। সকল বক্তাই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সাধারণত আমরা নানা সামাজিক প্রতিষ্ঠানের উদ্যোগে এই ধরনের অনুষ্ঠান দেখি। কিন্তু রাজ্যের মধ্যে হয়তো এই প্রথম কোনো প্রাইমারি স্কুলের উদ্যোগে রক্তদান শিবিরে অভিভাবকরাই রক্তদান করছেন। তাছাড়া স্কুল বিল্ডিং ক্লাসরুম ছবি এঁকে দৃষ্টি নন্দন করা হয়েছে। আগামীদিনে স্কুলটি মডেল স্কুল হিসাবে গড়ে উঠবে বলে আশাবাদী অভিভাবকরাও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct