আপনজন ডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলে সিরাজ শহরের লেক বাখতেগানের কাছে গতকাল শনিবার বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। ফার্স প্রদেশের জরুরি ব্যবস্থাপনা পরিচালক গুলামরেজা গুলামি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছেন। তিনিও জানিয়েছেন সিরাজে বিশাল বিস্ফোরণ হয়েছে। তবে দেশটির কর্মকর্তারা দাবি করেছেন, ওই অঞ্চলে বিমান বা হেলিকপ্টার বিধ্বস্তের কারণে এ বিস্ফোরণ হয়েছে। একজন কর্মকর্তা বলেছেন, ওই বিস্ফোরণের কারণ এখনও অজানা, সিরাজ এয়ারপোর্টের তথ্যানুসারে ওই অঞ্চলে কোনো যাত্রীবাহী বিমান বা হেলিকপ্টার বিধ্বস্ত হয়নি। গুলাম বলেছেন, সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিট বিকট বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় কর্তৃপক্ষ, পুলিশ এবং সামরিক ইউনিট এ ঘটনার তদন্ত করছে। লেক বাখতেগানের আশেপাশে কোনো আবাসিক এলাকা নেই বলে প্রতিবেদনে বলা হয়েছে। এর আগে গত বুধবার দেশটির কেরমান শহরে দুইটি বিশাল বিস্ফোরণ হয়েছে। ওই ঘটনায় নিহত হয়েছে অন্তত ৯১ জন। সেই হামলার দায় স্বীকার করে আইএস।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct