আসিফ রনি, নবগ্রাম, আপনজন: যুব নেতা কামাল হোসেনের নেতৃত্বে ৩ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সহ ওষুধ প্রদান এবং শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো নবগ্রামে পলসন্ডায়। জানা যায়, রবিবার জঙ্গিপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগ ও জঙ্গিপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল সভাপতি কামাল হোসেনের নেতৃত্বে ৩০০০ মানুষের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা, ওষুধ প্রদান এবং শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো নবগ্রামের পলসন্ডার সিধুকানু ভবনে। চিকিৎসা পরিষেবা দিতে সেখানে অংশ নেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ সহ জেলার বিভিন্ন প্রান্তের বিশিষ্ট চিকিৎসকগণ। সেখানে উপস্থিত হন শিশু বিশেষজ্ঞ ডঃ সাদুল্লাহ শেখ , এছাড়াও মহিলা বিশেষজ্ঞ সহ বিভিন্ন রোগের চিকিৎসকগণ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জঙ্গিপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূল সভাপতি কামাল হোসেন বলেন গ্রামের গরিব মানুষ যারা বড় জায়গায় চিকিৎসা দিতে পারে না তাদের কথা ভেবে আমরা এই ক্যাম্প আয়োজন করেছি। সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ প্রদান করা হল তাদের। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান এবং নবগ্রামেরর বিধায়ক কানাই চন্দ্র মন্ডল, জঙ্গিপুর সাংগঠনিক জেলা যুব সভাপতি কামাল হোসেন ,নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রুপলাল মন্ডল, আনসার আলী,আসিফ ইকবাল, হালিম সেখ,স্বাদ রহমান প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct